আধার মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার

Last Updated:

আধার মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার

#নয়াদিল্লি: আধার মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার। সংসদে পাস হওয়া আইনকে কীভাবে চ্যালেঞ্জ করে রাজ্য? প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত।
একই সঙ্গে সু্প্রিম কোর্টের পরামর্শ, এই নিয়ে আপত্তি থাকলে ব্যক্তিবিশেষ কোর্টের দ্বারস্থ হতেই পারে । নাগরিক হিসেবে মামলা করতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কিন্তু কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে কোনও রাজ্য সরকার কিভাবে এই মামলা করে? এই প্রশ্নই এদিন তুলেছে শীর্ষ আদালত ।
কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পেতে গেলে আধার সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। কেন্দ্রের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। আবেদন সংশোধন করে নতুন করে মামলা করতে বলল শীর্ষ আদালত।
advertisement
advertisement
কেন্দ্র আধার কার্ডের ১২টি নম্বরকেই সর্বোচ্চ পরিচয় পত্রের মান্যতা দিতে চাইলেও নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনের কানেকশন সবেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ কিন্তু মোবাইল ফোনের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরনের কেন্দ্রীয় সিদ্ধান্ত একেবারেই একমত নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলের বর্ধিত সভার মঞ্চ থেকে আরও একবার মোদি সরকারের আধার নীতি নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
নজরুল মঞ্চে নেত্রী মোবাইল ফোনেও আধার কার্ড সংযুক্তিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করে বলেন,
‘মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ৷ মোবাইলে আধার কার্ড নম্বর আমরা দেব না ৷ তাতে মোবাইল বন্ধ হলে হয়ে যাক ৷ মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ মানব না ৷’
সরকারি জনকল্যাণকর প্রকল্পে আধার বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রথম থেকেই সমালোচনা করে আসছেন তৃণমূল নেত্রী ৷ আধার কার্ডে দেশের প্রত্যেকটি ব্যক্তির বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত রয়েছে ৷ এর আগেও সেই তথ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আধার মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement