Tomato Farming: কোটি কোটি টাকা আয়! এই ফসলই ভাগ্য ফেরাচ্ছে একদা দেনায় ডুবে থাকা চাষিদের
Last Updated:
Tomato Farming: অন্ধ্রপ্রদেশের এক কৃষক টমেটো চাষ করে কোটি টাকা আয় করেছেন বলে জানা গিয়েছে। সোমলা মণ্ডলের কলাকামান্দা গ্রামের কৃষক চন্দ্রমৌলির পরিবার যৌথ চাষ করে থাকেন।
অমরাবতী: গত কয়েক মাসে সব থেকে বড় চর্চার বিষয় হয়ে উঠেছে টমেটো। বা বলা ভাল টমেটোর দাম। তবে এই দাম বাড়ার ফলে এক শ্রেণির চাষি লাভ পেয়েছেন দেদার। চলতি মাসে ফসল কাটার জন্য টমেটো চাষ করেছিলেন এমন কৃষকরা প্রচুর লাভ পেয়েছেন।
বর্তমানে দেশের প্রায় সব রাজ্যেই টমেটোর দাম আকাশচুম্বী। অন্ধ্রপ্রদেশে টমেটো সংরক্ষণ করা হয়। তাই চাষিরা এখন প্রতি কেজি ১০০ থেকে ২৫০ টাকা দরে ফসল বেচতে পারছেন। সারা দেশে ফলন কমে যাওয়ার ফলেই টমেটোর চাহিদা বেড়েছে।
অন্ধ্রপ্রদেশের এক কৃষক টমেটো চাষ করে কোটি টাকা আয় করেছেন বলে জানা গিয়েছে। সোমলা মণ্ডলের কলাকামান্দা গ্রামের কৃষক চন্দ্রমৌলির পরিবার যৌথ চাষ করে থাকেন। তাঁদের মোট ৩২ একর জমি রয়েছে। তাঁর পরিবার বহু বছর ধরে টমেটো চাষ করে আসছে।
advertisement
advertisement
চন্দ্রমৌলি বলেন, তিনি সবসময়ই উদ্ভাবনী পদ্ধতিতে চাষ করতে পছন্দ করেন। প্রতি বছর জুলাই মাসে ফলন হবে এমন লক্ষ্য রেখেই এপ্রিল মাসে টমেটো বীজ রোপণ করেন। সেই মতো এ বারও তাই করেছিলেন।
advertisement
মোট ২২ একর জমিতে গাছ লাগানো হয়েছিল। মালচিং এবং ড্রিপ সেচের মাধ্যমে চাষ করেছিলেন তিনি। জুনের শেষ সপ্তাহ থেকে ফলন শুরু হয়েছে। গাছে ফসল আসার সঙ্গে সঙ্গে কর্নাটকের সীমানাবর্তী কোলার বাজারে বিক্রি করে দিয়ে এসেছেন।
advertisement
টাটকা টমেটো বিক্রি হয়েছে ভাল দামে। একটি ১৫ কেজির বাক্সের দাম বাজারে পাওয়া গিয়েছে কমপক্ষে ১৫০০ টাকা। চলতি মরশুমে এখন পর্যন্ত ৪০ হাজার বাক্স টমেটো বিক্রি হয়েছে চন্দ্রমৌলির। ফলে অঙ্কের হিসেবে তিনি আয় করেছেন মোট ৪ কোটি টাকা।
লাভের পরিমাণও চমকে দেওয়ার মতো। চন্দ্রমৌলি জানান, ২২ একর জমিতে টমেটো চাষ করতে তাঁকে বিনিয়োগ করতে হয়েছিল ৭০ লক্ষ টাকা। বাজারে কমিশন দিতে হয়েছে ২০ লক্ষ এবং পরিবহণে খরচ হয়েছে ১০ লক্ষ টাকা। অর্থাৎ এক কোটি টাকা ব্যয়ে আয় ৪ কোটি। মোট লাভের পরিমাণ ৩ কোটি টাকা৷ তবে শুধু অন্ধ্রপ্রদেশ নয়। তেলঙ্গানা জেলাতেও একজন কৃষক টমেটো চাষ করে কোটি টাকা আয় করেছেন। অথচ, এক সময় এই টমেটো চাষিরাই ডুবে থাকতেন ধারদেনায়!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 5:23 PM IST