কোন হিরো ভালো ? লড়াইয়ে জিততে ফ্যানকে খুন করল অন্য হিরোর ফ্যান

Last Updated:

সিনেমা নিয়ে উন্মাদনা দক্ষিণ ভারতে নতুন নয় ৷ সম্প্রতি তা ফের দেখা গিয়েছিল রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ ছবি মুক্তির পর ৷

#চেন্নাই: সিনেমা নিয়ে উন্মাদনা দক্ষিণ ভারতে নতুন নয় ৷ সম্প্রতি তা ফের দেখা গিয়েছিল রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ ছবি মুক্তির পর ৷ গোটা দুনিয়া দেখেছিল রজনীকান্তের ফ্যান ফলোয়ার কীরকম ৷ রজনীকে নিয়ে কতটা উন্মাদ হতে পারে দক্ষিণী জণগন, সেটা ফের যেন চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল ‘কাবালি’র দর্শক ৷
তবে এবার রজনীকান্ত বা ‘কাবালি’ নয়, বরং তেলেগু ছবির দুই স্টার পবন কল্যাণ ও জুনিয়ার এনটিআরকে সামনে রেখে দুই ফ্যানের লড়াইয়ে রীতিমতো খুনোখুনি ঘটে গেল কর্ণাটকে ৷
দক্ষিণী নিউজ মিনিটের খবর অনুযায়ী, রবিবার কর্ণাটকের ভেঙ্গল এলাকায় বিনোদ কুমার নামের এক ব্যক্তি নায়ক পবন কল্যাণের অন্ধ ভক্ত ৷ এমনকী, পবন কল্যাণ যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাঁর সদস্যও ছিলেন তিনি ৷ রবিবার সন্ধে নাগাদ, ভেঙ্গল এলাকার এক পানশালায়, অন্য এক ব্যক্তির সঙ্গে পবন কল্যাণকে নিয়ে বচসা শুরু করেন বিনোদ কুমার ৷ জানা গিয়েছে, অন্য ব্যক্তি জুনিয়ার এনটিআরের অন্ধ ভক্ত ৷ আর সেই বচসা থেকেই রীতিমতো হাতাহাতিতে গিয়ে পৌঁছন দুই ফ্যান৷ শেষমেশ অন্য ব্যক্তি ছুড়ি দিয়ে বিদ্ধ করেন বিনোদ কুমারকে ৷ ঘটানস্থলেই মৃত্যু হয় পবন কল্যাণের ফ্যানের ৷
advertisement
advertisement
পুরো ঘটনার তীব্র নিন্দা করেছেন পবন কল্যাণ ও জুনিয়ার এনটিআর ৷ তদন্ত চলছে৷ আপাতত, অভিযুক্তকে আটক করেছে ভেঙ্গল থানার পুলিষ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কোন হিরো ভালো ? লড়াইয়ে জিততে ফ্যানকে খুন করল অন্য হিরোর ফ্যান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement