বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তৃণমূলের ঘাড়েই দোষ চাপালেন অমিত শাহ

Last Updated:

তাঁর দাবি, বিজেপি কর্মীদের কাছে গেটের চাবি ছিল না৷ কর্মীরা গেটের বাইরে ছিলেন৷ তৃণমূলের গুণ্ডারাই মূর্তি ভেঙেছে৷ একই সঙ্গে তৃণমূল ভোটব্যাঙ্কের স্বার্থে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি৷

#নয়াদিল্লি: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তৃণমূল কংগ্রেসের উপরেই দায় চাপালেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ তাঁর দাবি, বিজেপি কর্মীদের কাছে গেটের চাবি ছিল না৷ কর্মীরা গেটের বাইরে ছিলেন৷ তৃণমূলের গুণ্ডারাই মূর্তি ভেঙেছে৷ একই সঙ্গে তৃণমূল ভোটব্যাঙ্কের স্বার্থে রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি৷
দিল্লিতে সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, 'তৃণমূলকর্মীরাই ভেঙেছে বিদ্যাসাগরের মূর্তি৷ বিদ্যাসাগর কলেজের গেট বন্ধ ছিল৷ বিজেপি কর্মীরা বাইরে ছিলেন৷ ঘরের মধ্যে ছিল মূর্তি৷ তা হলে মূর্তি কে ভাঙল? তৃণমূলের গুণ্ডারাই ভেঙেছে৷ সিআরপিএফ না-থাকলে বেঁচে ফিরতাম না৷ অশান্তি নিয়ে তদন্ত হোক নিরপেক্ষ সংস্থাকে দিয়ে৷ আমাদের বাইকেই আগুন ধরানো হয়৷'
ইতিমধ্যেই মূর্তি ভাঙা নিয়ে অমিত শাহের বিরুদ্ধে এফআইআর করেছেন বিদ্যাসাগর কলেজের ছাত্র-ছাত্রীরা৷ সেই প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেন, 'এফআইআর নিয়ে ভয় পাই না৷ বিজেপির রোড শোয়ে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷ তাই মূর্তি ভাঙা নিয়ে নাটক করছে৷ আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে৷ এফআইআর-এ বিজেপিকে রোখা যাবে না৷'
advertisement
advertisement
আরও ভিডিও: সন্ধে হতেই বদলে গেল অমিত শাহ-এর রোড শো-র মুড
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তৃণমূলের ঘাড়েই দোষ চাপালেন অমিত শাহ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement