#চোপড়া: ২০ শতাংশ হারে বোনাসের দাবিতে চোপড়া ব্লকের বটলিফ চা ফ্যাক্টরি গুলোতে অবস্থান বিক্ষোভ করল তৃনমূল কংগ্রেস প্রভাবিত চা বাগান মজদূর ইউনিয়ন। আগাম তারা এই ফ্যাক্টরির গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।মালিকপক্ষ তাদের দাবি মেনে না নিলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।তবে মালিকপক্ষের এ বিষয়ে কোন মতামত জানা যায় নি।
গত ২ সেপ্টম্বর শ্রমিকদের পুজোর বোনাস বিষয় শিলিগুড়িতে এক সভার আয়োজন করা হয়েছিল।মালিকপক্ষ সেই বৈঠক গড়হাজির আলোচনা ভেস্তে যায়। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে যিনি ছিলেন তিনি ১৭.৮০শতাংশ বোনাস দেবার কথা ঘোষনা করেছিলেন।শ্রমিক সংগঠন সেই প্রস্তাব মেনে না নেওয়ায় আজ থেকে বটলিং ফ্যাক্টরির সামনে বিক্ষোভ শুরু হল বলে জানালেন তৃনমূল কংগ্রেস প্রভাবিত চাবাগান মজদূর ইউনিয়নের যুগ্ম সম্পাদক কালু সিংহ। মালিক পক্ষ অবিলম্বে বোনাস বিষয় নিয়ে আলোচনায় না এলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবার হুমকি দিয়েছেন।
Uttam Paul