TMC: লক্ষ্য ২০২৪, হরিয়ানায় ওমপ্রকাশ চৌটালার সভায় থাকবে তৃণমূল

Last Updated:

নীতীশ কুমার, অখিলেশ যাদব, তেজস্বী যাদব থেকে শুরু করে বিরোধী শিবিরের প্রায় সব দলের প্রতিনিধি ওমপ্রকাশ চৌটালার ডাকা জনসভায় অংশ নিলেও কংগ্রেসের সেখানে যোগ দেওয়ার সম্ভাবনা নেই।

হরিয়ানায় ওম প্রকাশ চৌতালার সভায় যোগ দেবে তৃণমূল৷
হরিয়ানায় ওম প্রকাশ চৌতালার সভায় যোগ দেবে তৃণমূল৷
#কলকাতা: হরিয়ানায় ওমপ্রকাশ চৌটালার ডাকা জনসভায় হাজির হবেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি৷ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের তরফে হাজির থাকবেন জোড়াসাঁকোর বিধায়ক। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দলের তরফে একজন বর্ষীয়ান সাংসদ হাজির থাকবেন। পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। দলের বার্তা নিয়ে হাজির থাকবেন বিবেক গুপ্তা।
নীতীশ কুমার, অখিলেশ যাদব, তেজস্বী যাদব থেকে শুরু করে বিরোধী শিবিরের প্রায় সব দলের প্রতিনিধি ওমপ্রকাশ চৌটালার ডাকা জনসভায় অংশ নিলেও কংগ্রেসের সেখানে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। আগামিকাল ২৫ সেপ্টেম্বর হরিয়ানায় এই সমাবেশ হতে চলেছে।
কংগ্রেস সূত্রের খবর, হরিয়ানায় ওম প্রকাশ চৌটালার আইএনএলডি-র সঙ্গে কংগ্রেসের সাপে-নেউলে সম্পর্ক। হরিয়ানায় কংগ্রেসের প্রধান নেতা ভূপিন্দর সিংহ হুডা এবং আইএনএলডি-র ওম প্রকাশ চৌটালার লড়াই জাঠ ভোটব্যাঙ্ক নিয়ে। ফলে কংগ্রেসের কেউই সেখানে যাবেন, না বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
১৯৮৯-এ অ-কংগ্রেসি সরকার গঠনে হরিয়ানার জনতা দলের নেতা দেবী লাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আগামিকাল ২৫ সেপ্টেম্বর দেবী লালের জন্মদিনে তাঁর পুত্র ওমপ্রকাশ চৌটালা হরিয়ানার ফতেহাবাদে জনসভার ডাক দিয়েছেন। তাতে তিনি সমস্ত বিরোধীদের আমন্ত্রণ জানিয়েছেন। চৌটালা একে নতুন করে ‘তৃতীয় ফ্রন্টের সূত্রপাত’ বলেও তুলে ধরছেন।
advertisement
আইএনএলডি-র তরফে বলা হচ্ছে, কংগ্রেসও সেখানে যোগ দিতে পারে। কিন্তু কংগ্রেসের হাতে বিরোধী শিবিরের নেতৃত্ব তুলে দেওয়ার বদলে তিনি যে আঞ্চলিক দলের নেতৃত্বের পক্ষে, তা-ও স্পষ্ট করে দিয়ে ওম প্রকাশ চৌটালা জানিয়েছেন, কংগ্রেসের বিরুদ্ধে তৃতীয় ফ্রন্ট সরকারে বিজেপি যোগ দিয়েছিল। কংগ্রেসও সে রকম বিজেপির বিরুদ্ধে তৃতীয় ফ্রন্টে যোগ দিতে পারে।ইতিমধ্যে হরিয়ানায় কংগ্রেসের ঘরোয়া লড়াই চরমে উঠেছে।
advertisement
বিধানসভার বিরোধী দলনেতা হুডার বিরুদ্ধে রণদীপ সিংহ সুরজেওয়ালা, কুমারী শৈলজা, কিরণ চৌধুরীরা সাংগঠনিক নির্বাচনের ভারপ্রাপ্ত নেতা মধুসূদন মিস্ত্রির কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, হুডা নিজের বাছাই করা নেতাদের প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি করে এনেছেন। তিনি নিজে বিরোধী দলনেতা হয়েছেন এবং তাঁর অনুগামী উদয় ভানকে প্রদেশ সভাপতি করেছেন।কংগ্রেস নেতারা এখানে যোগ দিলে, সাম্প্রতিক সময়ে বিরোধী জোট তৈরির যে বার্তা দেওয়া হচ্ছিল তা অনেকটাই এগোবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC: লক্ষ্য ২০২৪, হরিয়ানায় ওমপ্রকাশ চৌটালার সভায় থাকবে তৃণমূল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement