Saket Gokhale arrest: দিল্লির বঙ্গ ভবন থেকে ফের গ্রেফতার সাকেত গোখলে! তৃণমূল মুখপাত্রকে তৃতীয় বার হেফাজতে নিল গুজরাত পুলিশ

Last Updated:

রাজস্থান থেকে সাকেত গোখলকে গ্রেফতারি নিয়ে গুজরাত পুলিশের বিরুদ্ধে মামলা রুজু করেছে জাতীয় মানবধিকার কমিশন।

ফের গ্রেফতার সাকেত গোখলে।
ফের গ্রেফতার সাকেত গোখলে।
#নয়াদিল্লি : ফের একবার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। এবার দিল্লিতে বঙ্গ ভবন থেকে সাকেতকে গ্রেফতার করা হয়েছে বলে। বৃহস্পতিবার রাতেই বঙ্গ ভবনে হানা দেয় গুজরাত পুলিশ। এই নিয়ে গত এক মাসের মধ্য়ে তিন বার তৃণমূল নেতাকে গ্রেফতার করল গুজরাত পুলিশ। আগের দু' বারই অবশ্য় জামিন পেয়ে যান সাকেত। একটি তহবিল তছরূপ মামলায় সাকেতকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
এ দিকে রাজস্থান থেকে সাকেত গোখলকে গ্রেফতারি নিয়ে গুজরাত পুলিশের বিরুদ্ধে মামলা রুজু করেছে জাতীয় মানবধিকার কমিশন। তাঁকে রাজস্থানের জয়পুরে গ্রেফতার করে কোনও ট্রানজিট রিমান্ড ছাড়াই গুজরাতের আহমেদাবাদে নিয়ে যাওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় মানবধিকার কমিশন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তাঁদের মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার একটি রাজনৈতিক ষড়যন্ত্র। এই অভিযোগ তুলে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
মোরবিতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনার পর প্রধানমন্ত্রীর সফরের খরচ নিয়ে মিথ্য়ে তথ্য় দিয়ে ট্য়ুইট করার অভিযোগে গত ৫ ডিসেম্বর প্রথম বার সাকেত গোখলেকে জয়পুর থেকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিশ। ওই মামলায় জামিন পেতেই ফের ৮ ডিসেম্বর সাকেতকে গ্রেফতার করা হয়। এবার তাঁকে জনপ্রতিনিধিত্বমূলক আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করে গুজরাত পুলিশ। যদিও দ্বিতীয়বারও জামিন পান সাকেত।
advertisement
সাকেতের গ্রেফতারিকে রাজনৈতিক অভিসন্ধি বলে অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। গুজরাতেও যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। সাকেতের পাশে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী এবং তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। সম্প্রতি মেঘালয়ে তৃণমূলনেত্রীর সফরের সময়ও তাঁর পাশে দেখা গিয়েছিল সাকেতকে। এবারেও দলের মুখপাত্রের গ্রেফতারি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Saket Gokhale arrest: দিল্লির বঙ্গ ভবন থেকে ফের গ্রেফতার সাকেত গোখলে! তৃণমূল মুখপাত্রকে তৃতীয় বার হেফাজতে নিল গুজরাত পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement