Wayanad landslide: বাংলার ২৪২ শ্রমিক আটকে ওয়ানাডে, তাঁদের ফেরাতে বিপর্যয় স্থলে চলেছেন তৃণমূল প্রতিনিধিরা!

Last Updated:

ওয়ানাডে মৃতের সংখ্যা ৩০০ পেরিয়েছে। উদ্ধার কাজ চলছে এখনও। তবে দুর্যোগের জেরে কত মানুষ যে বিপাকে পড়েছেন! বিশেষত কর্মসূত্রে যাঁরা আছেন ওই রাজ্যে। তাঁদের মধ্যে এ রাজ্যেরও ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। ইতিমধ্যেই ১৫৫ জনকে সনাক্ত করা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে তাদের উদ্ধারের একটা চেষ্টা করা হচ্ছে।

ওয়ানাডে আটকে বাংলার ২৪২ শ্রমিক! তাঁদের ফেরাতে বিপর্যয় স্থলে চলেছে তৃণমূল
ওয়ানাডে আটকে বাংলার ২৪২ শ্রমিক! তাঁদের ফেরাতে বিপর্যয় স্থলে চলেছে তৃণমূল
কলকাতা: শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ কেরলের ওয়ানাডের উদ্দেশ্যে রওনা হবেন তৃণমূলের প্রতিনিধি দল। আপাতত ২ দিন থাকার পরিকল্পনা রয়েছে দুই রাজ্যসভা সাংসদের। বিভিন্ন রিলিফ ক্যাম্প, বিপর্যয় স্থলে যাওয়ার কথা তাঁদের। প্রশাসনের সঙ্গেও দেখা করবেন তাঁরা। ওয়ানাডে আটকে রয়েছেন রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে ফেরাতেই যুদ্ধকালীন তৎপরতা নবান্নের। এখনও পর্যন্ত ওয়ানাডে আটকে থাকা ১৫৫ জনের সঙ্গে রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে। বাকিদের সঙ্গেও আজ রাতের মধ্যেই যোগাযোগ করা যাবে বলে আশাবাদী রাজ্য সরকার।
জানা গিয়েছে, আটক পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। রাজ্য সরকার সবরকম ভাবে তাঁদের বিষয়ে খোঁজ রাখছে বলে বিধানসভায় শুক্রবার জানালেন মন্ত্রী মলয় ঘটক। রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক আশা প্রকাশ করেছেন, দ্রুতই আটকে পড়া শ্রমিকদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।
advertisement
advertisement
ওয়ানাডে মৃতের সংখ্যা ৩০০ পেরিয়েছে। উদ্ধার কাজ চলছে এখনও। তবে দুর্যোগের জেরে কত মানুষ যে বিপাকে পড়েছেন! বিশেষত কর্মসূত্রে যাঁরা আছেন ওই রাজ্যে। তাঁদের মধ্যে এ রাজ্যেরও ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে। ইতিমধ্যেই ১৫৫ জনকে সনাক্ত করা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে তাদের উদ্ধারের একটা চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের দুই সাংসদকে ওয়ানাডে পাঠিয়েছেন‌। আজই তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওয়েনাডে যাচ্ছেন। এই অবস্থাতে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে ওয়ানাডে থাকা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা রাজ্যবাসীকে জানাল রাজ্য সরকার।
advertisement
এ দিন বিধানসভায় মন্ত্রী আরও জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই পরিযায়ী শ্রমিকরা কেরলে কাজ করতে গিয়েছিলেন। তাঁর কথায়,” যেহেতু আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দক্ষতা অনেক বেশি, তাই অন্য রাজ্যে এই রাজ্যের শ্রমিকদের চাহিদা রয়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের একটা ডেটাব্যাঙ্ক তৈরি করা হয়েছে। তার মাধ্যমেই খুব সহজেই এদের সনাক্তকরণ করা হয়েছে”
advertisement
ওয়ানাডে এখনও ভয়াবহ পরিস্থিতি। ইতিমধ্যেই কেরলের স্বাস্থ্যমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ৩০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গোটা ঘটনায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও উদ্বিগ্ন। গতকালই তিনি এই নিয়ে টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে শুধু উদ্বেগ প্রকাশ করেই যে এই সরকার ক্ষান্ত থাকছে না, সেখানে থাকা এ রাজ্যের নাগরিকদের সুবিধা অসুবিধার ওপরও যে এই সরকার নজর রাখছে, এ দিন বিধানসভায় শ্রম মন্ত্রীর বক্তব্য থেকে তা স্পষ্ট হয়ে গেল।
বাংলা খবর/ খবর/দেশ/
Wayanad landslide: বাংলার ২৪২ শ্রমিক আটকে ওয়ানাডে, তাঁদের ফেরাতে বিপর্যয় স্থলে চলেছেন তৃণমূল প্রতিনিধিরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement