Tripura Election: বেহাল রাস্তা, বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, যুবরাজনগর নিয়ে অভিযোগপত্র প্রকাশ তৃণমূলের

Last Updated:

Tripura Election: তিনি অভিযোগ করেছেন, “এই বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের রাস্তাঘাট পর্যন্ত নেই। এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমার প্রচারের সময়, লোকেরা আমার কাছে এসে আমাকে বলেছে যে কী ভাবে তারা স্বাধীনতার পর থেকে ৫০ বছরেও সুন্দর রাস্তা দেখেনি।"

ত্রিপুরায় অভিযোগপত্র প্রকাশ করছে তৃণমূল
ত্রিপুরায় অভিযোগপত্র প্রকাশ করছে তৃণমূল
#আগরতলা: ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস উপনির্বাচনের আগে যুবরাজনগরের অভিযোগ পত্র প্রকাশ করল। যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনের প্রার্থী ডঃ মৃণালকান্তি দেবনাথ  বর্তমান সরকারের ব্যর্থতার বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রকাশ করেছেন। প্রবল বৃষ্টিপাত সত্ত্বেও তিনি তার নির্বাচনী এলাকা জুড়ে প্রচার চালিয়ে গিয়েছেন।  অভিযোগপত্রে বিশদ বিবরণ দেওয়া হয়েছে যে কীভাবে বিজেপি তার ২০১৮ সালের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন- যাদের চাকরিতে রাখা হবে না সেই অগ্নিবীরদের দক্ষতার শংসাপত্র দেওয়া হবে: কেন্দ্র
তিনি অভিযোগ করেছেন, “এই বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের রাস্তাঘাট পর্যন্ত নেই। এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমার প্রচারের সময়, লোকেরা আমার কাছে এসে আমাকে বলেছে যে কী ভাবে তারা স্বাধীনতার পর থেকে ৫০ বছরেও সুন্দর রাস্তা দেখেনি।" এই কেন্দ্রে প্রচারে হাজির তৃণমূলের অন্যান্য নেতারা যেমন সুদীপ রাহা এবং জয়া দত্ত, বাপ্টু চক্রবর্তী, উত্তম বারিক এবং ফকরুদ্দিন। সুদীপ রাহা বলেছেন, “ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক। তিনি কি কখনও নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন এবং এখানকার মানুষকে উন্নত স্বাস্থ্য সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন? যুবরাজনগরে কোনও ব্লাড ব্যাঙ্ক না থাকায় লোকজনকে ১০ কিলোমিটার দূরে ধর্মনগরে ছুটে যেতে হয় চিকিৎসার জন্য। ত্রিপুরায় দেশের সর্বোচ্চ বেকারত্বের হার ১৭.৪% যা, জাতীয় গড়ের থেকে অনেক বেশি। বিজেপির ডবল-ইঞ্জিন সরকার ত্রিপুরার জনগণকে কোনও চাকরি, রাস্তা, হাসপাতাল বা কোনও জন সেবা দেয়নি।”
advertisement
advertisement
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে কী ভাবে বিধ্বস্ত স্বাস্থ্য পরিকাঠামোর পাশাপাশি, লালচেরা, ধুপিরবন্ড এবং উপখালির মতো গ্রামগুলিতে এখনও কলের জলের সংযোগ আসেনি, যার ফলে তাদের বাধ্য হয়ে পানীয় হিসাবে নোংরা জলের উপর নির্ভরশীল থাকতে হয়। মৃণালকান্তি দেবনাথ যোগ করেছেন, “তৃণমূল তথা আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ক্ষমতায় এলে আমরা জনগণের জন্য লড়াই করব এবং তাদের সমস্যার সমাধান নিশ্চিত করব। নির্বাচনী এলাকায় অনেক হাসপাতাল থাকলেও এসব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। আমরা এই সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করতে চাই।”সমীক্ষার মাধ্যমে স্থানীয়দের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই অভিযোগপত্র তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।
advertisement
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Election: বেহাল রাস্তা, বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, যুবরাজনগর নিয়ে অভিযোগপত্র প্রকাশ তৃণমূলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement