Manipur Protest: মণিপুর ইস্যুতে একজোট হয়ে বিক্ষোভ অধীর-বিকাশ-অভিষেক! অচল রইল সংসদ

Last Updated:

মণিপুর ইস্যুতে এ দিন সকাল থেকেই দিল্লিতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা৷

সংসদে বিরোধীদের একজোট হয়ে বিক্ষোভ৷
সংসদে বিরোধীদের একজোট হয়ে বিক্ষোভ৷
নয়াদিল্লি: বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে পরের পর মামলা দায়েরের জন্য বার বার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতৃত্ব নিশানা করেছেন আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে৷ আবার জাতীয় রাজনীতিতে যাই হোক না কেন, রাজ্যে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী৷
কিন্তু রাজনীতি অঙ্কের খেলা৷ সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সমীকরণ৷ তাই রাজ্য রাজনীতিতে যাই হোক না কেন, মণিপুর ইস্যুতে দিল্লিতে একজোট হয়ে বিক্ষোভ দেখালেন সেই বিকাশরঞ্জন ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অধীররঞ্জন চৌধুরী সহ বিরোধী জোটের সাংসদরা৷
মণিপুর ইস্যুতে এ দিন সকাল থেকেই দিল্লিতে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা৷ বেঙ্গালুরুতে গঠিত ইন্ডিয়া জোটের শরিক অধিকাংশ দলের সাংসদরাই সেখানে উপস্থিত ছিলেন৷ মণিপুর ইস্যুতে সংসদে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবৃতি দিতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা৷
advertisement
advertisement
এ দিনও মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে ওঠে লোকসভা এবং রাজ্যসভা৷ বিরোধীদের হইহট্টগোলে শেষ পর্যন্ত মুলতবি হয়ে যায় সংসদের দুই কক্ষই৷
বিরোধী দলগুলির বিক্ষোভে হাজির হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘  তিন মাস ধরে মণিপুর জ্বলছে৷ এ নিয়ে সরকারের কী অবস্থান তা স্পষ্ট করুক৷ মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ? কারণ সরকার মণিপুর নিয়ে আলোচনাই চায় না৷ মণিপুর থেকে নজর ঘোরানোর জন্য এখন বাংলা, বিহার, রাজস্থানে নারী নির্যাতনের কথা তোলা হচ্ছে৷ বাংলায় তো তিন মাস ধরে ইন্টারনেট বন্ধ রাখতে হয় না৷ মণিপুরে কেন বন্ধ রাখতে হচ্ছে? বাংলায় তো পরিস্থিতি স্বাভাবিক৷ যদি মণিপুরের অবস্থা বাংলার থেকে ভাল হয় তাহলে সেখানে ইন্টারনেট চালু করে দেওয়া হোক৷ ডবল ইঞ্জিনের সরকার শাসিত রাজ্যে তিন মাস ধরে ইন্টারনেট বন্ধ৷ অথচ সিঙ্গল ইঞ্জিনের সরকারের রাজ্যে তা চালু রয়েছে৷’
advertisement
সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যও বলেন, ‘মণিপুরে যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে তো অন্য কোনও কিছুরই তুলনা চলে না৷’ অধীররঞ্জন চৌধুরী বলেন,  ‘শুরু থেকে আমরা বলে আসছি যে প্রধানমন্ত্রী সংসদে এসে মণিপুর নিয়ে বিবৃতি দিন৷ মোদিজি সংসদের বাইরে কথা না বলে সংসদে এসে মণিপুর নিয়ে বক্তব রাখুন৷’
এ দিকে বিরোধীদের পাল্টা এ দিন সংসদ ভবনের বাইরে পশ্চিমবঙ্গ এবং রাজস্থানের মতো বিরোধী শাসিত রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদরা৷ সবমিলিয়ে মণিপুর ইস্যুতে অচলই রইল সংসদের বাদল অধিবেশন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Protest: মণিপুর ইস্যুতে একজোট হয়ে বিক্ষোভ অধীর-বিকাশ-অভিষেক! অচল রইল সংসদ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement