TMC: অপরাজিতা বিল দ্রুত কার্যকর হোক! রাষ্ট্রপতির কাছে তৃণমূলের সংসদীয় দল

Last Updated:

TMC: বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই নিয়েই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল।

রাষ্ট্রপতির কাছে তৃণমূলের প্রতিনিধি দল
রাষ্ট্রপতির কাছে তৃণমূলের প্রতিনিধি দল
নয়াদিল্লি: অপরাজিতা বিল কার্যকর করতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হল তৃণমূলের সংসদীয় দল। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সাড়া পড়ে যায় গোটা দেশে। এর পরই রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ পেশ হয়।
বিধানসভায় বিল পাস হওয়ার পর তা এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেই নিয়েই লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের। সেখান থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, ”রাজ‍্যপালের তরফে বিলটি আটকে রাখা হয়েছে রাষ্ট্রপতির সম্মতির কথা বলে। বিলটি যাতে রাষ্ট্রপতি দ্রুত কার্যকর করেন সেই দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। বিলটির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।”
advertisement
advertisement
লোকসভার তৃণমূলের সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”রাষ্ট্রপতি মন দিয়ে আমাদের কথা শুনেছেন। মনে হয়েছে উনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে দ্রুত পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।”
বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তৃণমূল সাংসদদের ১১ জনের প্রতিনিধিদল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ ব্রায়েন ছাড়াও দলে তৃণমূলের নয় জন মহিলা সাংসদ ছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC: অপরাজিতা বিল দ্রুত কার্যকর হোক! রাষ্ট্রপতির কাছে তৃণমূলের সংসদীয় দল
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement