TMC MP Suspend: ওয়াকফ বিল সংশোধনী বৈঠকে তুলকালাম! সাসপেন্ড তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিরোধী সাংসদ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
TMC MP Suspend: ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে তুলকালাম। বিরোধী দলগুলির ১০ জন সাংসদকে দিনের জন্য বৈঠক থেকে সাসপেন্ড করা হয়েছে।
নয়াদিল্লি: ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে তুলকালাম। বিরোধী দলগুলির ১০ জন সাংসদকে দিনের জন্য বৈঠক থেকে সাসপেন্ড করা হয়েছে কমিটির বৈঠক থেকে।
বরখাস্ত হওয়া বিরোধী দলগুলির সাংসদদের মধ্যে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (TMC), মহম্মদ জাওয়েদ (Congress), এ রাজা (DMK), আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM), নাসির হুসেন (Congress), মোহিবুল্লাহ (Samajwadi Party), এম. আবদুল্লাহ (DMK), অরবিন্দ সাওয়ান্ত (Shiv Sena UBT), নাদিম উল হক (TMC) এবং ইমরান মাসুদ (Congress)।
advertisement
advertisement
বৈঠক থেকে বিরক্ত হয়ে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ডেড সাংসদ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “সভায় অঘোষিত জরুরি অবস্থার মতো চলছে…চেয়ারম্যান এই বৈঠকে কারও কথা শোনেন না। (বৈঠক) নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তিনি কারও কথা শোনেন না…ওনারা ভাবছেন (বিজেপি সাংসদরা) নিজেরা উপ-প্রধানমন্ত্রী এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।” পাশাপাশি তিনি আরও বলেন “সম্পূর্ণ প্রহসন চলছে। আমাদের বলা হয়েছিল ২৪ এবং ২৫ জানুয়ারি বৈঠক হবে। এখন দেখছি আলোচনার বিষয় বদলে গিয়েছে”।
advertisement
১৯৯৫ সালের ওয়াকফ আইন অনুযায়ী, ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য যে নিয়মগুলি রয়েছে তা বিভিন্ন সময়ে দুর্নীতি-সহ বিভিন্ন কারণে সমালোচিত হয়েছে। ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আলোচনা করছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, যাতে দখলদারি, দুর্নীতি-সহ বিভিন্ন অনৈতিক বিষয়গুলির মোকাবিলা করা যায়। এবার এই বিল সংশোধনের জন্য ডাকা বৈঠকেই শুরু অশান্তি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2025 2:57 PM IST