Tripura|Sudip Roy Barman: সুদীপের চাপের মুখেও বিপ্লবেই আস্থা বিজেপি-র, ফায়দা তুলবে তৃণমূল? তুঙ্গে জল্পনা

Last Updated:

সোমবার দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন সুদীপ৷ তার পরেও তাঁর দাবির মানার রাস্তায় হাঁটেনি দল (Tripura|Sudip Roy Barman)৷

#আগরতলা: সুদীপ রায় বর্মনের সঙ্গে বিজেপি-র বিচ্ছেদ কি এখন সময়ের অপেক্ষা? বিপ্লব দেব মন্ত্রিসভায় রদবদলের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নটাও জোরালো হল৷ কারণ এ দিন বিকেলেই ত্রিপুরার নতুন তিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশান্ত চৌধুরী, ভগবান দাস এবং রামপ্রসাদ পাল৷ ফলে, সুদীপের দাবি অনুযায়ী তিনি বা তাঁর অনুগামী কেউই মন্ত্রিসভায় জায়গা পাননি৷ একই সঙ্গে এটাও স্পষ্ট হয়ে গেল, সুদীপ যতই বিদ্রোহের ইঙ্গিত দিন না কেন, আপাতত মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব দেবের উপরেই আস্থা রাখছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
সুদীপ রায় বর্মন যে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তা বিজেপি নেতৃত্বের অজানা নয়৷ সোমবার দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন সুদীপ৷ তার পরেও তাঁর দাবির মানার রাস্তায় হাঁটেনি দল৷ বরং সুদীপের কোর্টেই বল ঠেলে দিল বিজেপি৷
ত্রিপুরায় সুদীপ রায় বর্মনের জনপ্রিয়তা যথেষ্ট৷ তিনি শেষ পর্যন্ত সত্যিই তৃণমূলে যোগ দিলে ঘাসফুল শিবির যে ত্রিপুরায় একধাক্কায় অনেকটা শক্তিশালী হয়ে উঠবে, তাও বলার অপেক্ষা রাখে না৷ এ সব কিছু জেনেও সুদীপের চাপের কাছে নতিস্বীকার করতে রাজি নয় বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ ফলে এর পরেও সুদীপ বিজেপি-তে থাকবেন কি না, সেই প্রশ্নেই এখন সরগরম ত্রিপুরার রাজনীতি৷
advertisement
advertisement
সুদীপের সঙ্গে শেষ পর্যন্ত বিজেপি-র বিচ্ছেদ হলে সবথেকে লাভবান হবে তৃণমূলই৷ কারণ বিধানসভা নির্বাচনের প্রায় দেড় বছর আগে থেকেই ত্রিপুরায় দলকে নেতৃত্ব দেওয়ার মতো মুখ পেয়ে যাবে তারা৷ সোমবারই নিজের অনুগামী প্রায় দু' হাজার নেতা, কর্মীকে নিয়ে বৈঠক করেছেন সুদীপ৷ সেখানে বেশ কয়েকজন বিজেপি বিধায়কও উপস্থিত ছিলেন৷ ফলে আকারে ইঙ্গিতে সুদীপও বিজেপি নেতৃত্বকে নিজের ক্ষমতার প্রমাণ দিতে শুরু করে দিয়েছেন৷ এমন কি, দিন কয়েক আগে নিজের অনুগামী দুই বিধায়ককে নিয়ে সুদীপ কলকাতায় এসে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করে গিয়েছেন বলে খবর৷ সবমিলিয়ে দুইয়ে দুইয়ে চার করে ফেলছেন অনেকেই৷
advertisement
সুদীপ রায় বর্মনকে দলে টানতে পারলে যে ত্রিপুরায় বিজেপি-র সংগঠন এবং জনসমর্থনে বড়সড় থাবা বসানো যাবে, তা ভালই জানে তৃণমূল নেতৃত্ব৷ বিজেপি তাঁর দাবি না মানার পর সুদীপ এবার কী করেন, তা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura|Sudip Roy Barman: সুদীপের চাপের মুখেও বিপ্লবেই আস্থা বিজেপি-র, ফায়দা তুলবে তৃণমূল? তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement