Bratya Basu attacks Biplab Deb government in Tripura: বিপ্লব দেব সরকার স্বৈরতান্ত্রিক, আগরতলায় তোপ ব্রাত্যর! ত্রিপুরায় চাপ বাড়াচ্ছে তৃণমূল

Last Updated:

বৃহস্পতিবার ত্রিপুরা পৌঁছবেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ আগামী শুক্রবার ত্রিপুরায় যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন (Bratya Basu attacks Biplab Deb government in Tripura)৷

#আগরতলা: ত্রিপুরায় গিয়েই বিপ্লব দেব সরকারকে স্বৈরতান্ত্রিক বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা এবং পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ একই সঙ্গে আই প্যাক কর্মীদের আটকে রাখার ঘটনায় ত্রিপুরার বিজেপি সরকারের উপরেও আরও চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস৷ এ দিনই ত্রিপুরায় পৌঁছেছেন তৃণমূল নেতা ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার ত্রিপুরা পৌঁছবেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ আগামী শুক্রবার ত্রিপুরায় যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন৷
২০২৩ সালে ত্রিপুরা দখলের লক্ষ্যে নতুন করে পরিকল্পনা ছক সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ সেই উদ্দেশ্যেই ত্রিপুরায় সমীক্ষা শুরু করেছে প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাক৷ অভিযোগ, আই প্যাকের হয়ে ত্রিপুরায় সমীক্ষা করতে যাওয়া ২৩ সদস্যের একটি দলকে গত কয়েকদিন ধরে আগরতলার একটি হোটেলে গৃহবন্দি করে রেখেছিল ত্রিপুরা পুলিশ৷ করোনা বিধিনিষেধের অজুহাতে তাঁদের আটকে রাখা হয় বলে অভিযোগ৷ তৃণমূলের অবশ্য দাবি, যাঁদের আটক করা হয়েছিল তাঁদের প্রত্যেকের সঙ্গেই কোভিড নেগেটিভ রিপোর্ট ছিল৷ এমন কি, পুলিশের নির্দেশে নতুন করে করোনা পরীক্ষার পরও রিপোর্ট নেগেটিভ আসে৷ শেষ পর্যন্ত, আজ বুধবার আই প্যাক কর্মীদের হোটেল থেকে বেরনোর অনুমতি দেওয়া হয়৷
advertisement
তবে হোটেল থেকে বেরনোর অনুমতি পেলেও আগামী ১ অগাস্ট আই প্যাকের এই সদস্যদের আগরতলা পশ্চিম থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ৷ নির্দেশ না মানলে তাঁদের বিরুদ্ধে করোনা বিধিভঙ্গের অভিযোগে মহামারি আইনে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে৷
advertisement
এ দিন ত্রিপুরা পৌঁছে ব্রাত্য বসু বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, 'এই আচরণ স্বৈরতান্ত্রিক৷ ফ্যাসিবাদী আচরণের সরকারি মুখ আমরা ত্রিপুরায় দেখতে পাচ্ছি৷ ত্রিপুরা মৈত্রী, সম্প্রীতির জায়গা৷ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি ত্রিপুরার মাটিতে চলতে পারে না৷ ত্রিপুরার মানুষও বুঝতে পারছেন যে ভারতবর্ষে বিজেপি-কে একজনই আটকাতে পারেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের নাম তৃণমূল কংগ্রেস৷'
advertisement
তৃণমূলের প্রতিনিধি দলের আর এক সদস্য পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, 'এঁদের প্রত্যেকের কাছে কোভিড নেগেটিভ রিপোর্ট ছিল৷ করোনা বিধি মানলে কেন তাঁদের থানায় গিয়ে হাজিরা দিতে হবে? এখানকার সরকার যদি মনে করে থাকে যে মিথ্যে মামলা করে তৃণমূলকে ভয় দেখাবে, তাহলে ওরা ভুল করছে৷'
তৃণমূল সূত্রে খবর, ত্রিপুরায় তৃণমূলকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে৷ রাজ্যের মহিলাদের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে৷ সেই কারণে একজন মহিলা সাংসদকে ত্রিপুরায় পাঠাতে চাইছে তৃণমূল৷ তাই বৃহস্পতিবার কাকলি ঘোষ দস্তিদার আগরতলায় পৌঁছবেন৷ শুক্রবার ত্রিপুরায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠকও করতে পারেন বলে খবর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bratya Basu attacks Biplab Deb government in Tripura: বিপ্লব দেব সরকার স্বৈরতান্ত্রিক, আগরতলায় তোপ ব্রাত্যর! ত্রিপুরায় চাপ বাড়াচ্ছে তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement