TMC: রাজ্যপাল নেই আগরতলায়, তবু ত্রিপুরায় মাটি কামড়ে রইল তৃণমূল! জমা দিল স্মারকলিপিও

Last Updated:

TMC: ত্রিপুরার ঘটনায় এবার সেরাজ‍্যের রাজ্যপালের স্পেশাল ডিউটি অফিসারের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল কংগ্রেস।

রাজ্যপাল নেই আগরতলায়, তবু ত্রিপুরায় মাটি কামড়ে রইল তৃণমূল! জমা দিল স্মারকলিপিও
রাজ্যপাল নেই আগরতলায়, তবু ত্রিপুরায় মাটি কামড়ে রইল তৃণমূল! জমা দিল স্মারকলিপিও
আগরতলা: ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর। আগরতলায় ঢুকতেই প্রতিনিধি দলকে বাধা। ত্রিপুরার ঘটনায় এবার সেরাজ‍্যের রাজ্যপালের স্পেশাল ডিউটি অফিসারের কাছে মেমোরেন্ডাম জমা দিল তৃণমূল কংগ্রেস। বুধবারই ত্রিপুরা পুলিশের ডিজির সঙ্গেও দেখা করে তাঁকে সব অভিযোগ প্রমাণ-নথি-সহ দিয়েছেন প্রতিনিধি দলের সদস্য সাংসদ প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ, মন্ত্রী বীরবাহা হাঁসদা ও সাংসদ সুস্মিতা দেব ও সুদীপ রাহা।
তৃণমূলের এই প্রতিনিধি দলের অন‍্যতম সদস‍্য কুণাল ঘোষ সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ‘‘রাজ্যপাল দিল্লি গেছেন, তাঁর তরফে সচিব সময় দিয়েছিলেন। রাজ্যপাল খোঁজ নিয়েছেন। ফিরলে দেখা করবেন জানিয়েছেন। কিন্তু আমাদের আপাতত ফেরা। তাই সচিব শ্রী চাকমার সঙ্গেই কথা, চিঠি। তার আগে পুলিশের সঙ্গে বৈঠক। পার্টিঅফিসে ভাঙচুরকারীদের শাস্তি এবং ত্রিপুরার তৃণমূলকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি। গতকাল ডিজির সঙ্গে বৈঠকের পর আজ লিখিত অভিযোগ দায়ের।’’
advertisement
advertisement
তৃণমূলের অভিযোগ, বিজেপির গুন্ডারা তাদের দলীয় অফিস ভাঙচুর করেছে। ঘটনার পূর্ণ তদন্তের এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। ঘটনায় ত্রিপুরা পুলিশের উপরেও ক্ষোভ উগরে দিয়েছে বাংলার শাসক দল। ‘‘ত্রিপুরা পুলিশ যদি ভাবে তারা চুপচাপ বসে থাকবে আর বিজেপির “খাঁচার টিয়া” হয়ে কাজ করবে, তবে সেটা বড় ভুল। আইনের রক্ষকরা কখনও গেরুয়া দাঙ্গাবাজদের সহযোগী হতে পারে না’’, অভিযোগ তৃণমূলের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC: রাজ্যপাল নেই আগরতলায়, তবু ত্রিপুরায় মাটি কামড়ে রইল তৃণমূল! জমা দিল স্মারকলিপিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement