ভাগ্য সহায়! ইয়েস ব্যঙ্কে রাখা ১৩ হাজার কোটি টাকা তুলে নিয়েছিল তিরুপতি কর্তৃপক্ষ

Last Updated:
#হায়দরাবাদ: নির্দেশিকা জারি করে ইয়েস ব্যঙ্ক থেকে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে আরবিআই৷ রাতারাতি এই সিদ্ধান্তে চিন্তায় পড়েছেন কয়েক লক্ষ গ্রাহক৷ এই আবহেই স্বস্তির নিশ্বাস ফেলছে তিরুমালা তিরূপতি মন্দির কর্তৃপক্ষ৷ কারণ এই সিদ্ধান্ত প্রণয়ণ হওয়ার কয়েক মাস আগেই নিজেদের ইয়েস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৩০০ কোটি টাকা তুলে নিয়েছিলেন তাঁরা৷
বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়েস ব্যাঙ্ক থেকে টাকা তোলায় বিধিনিষেধ জারি হয়েছে৷ নতুন নিয়ম অনুযায়ী, ৩ এপ্রিলের মধ্যে কোনও অ্যাকাউন্ট হোল্ডার ৫০০০০ টাকার বেশি তুলতে পারবেন না৷ তবে ড্রাফট বা পে অর্ডারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না৷ ইয়েস ব্যঙ্ক আরও জানিয়েছে এই সময়ের মধ্যে কোনও ঋণ দেবে না ইয়েস ব্যঙ্ক৷ রিজার্ভ ব্যঙ্কের দাবি, ব্যাঙ্কের সম্পদ পুনর্গঠনের জন্যেই এই সিদ্ধান্ত৷ কিন্তু এত বড় রদবদল এক রাতে ঘটেনি৷ ২০১৭ থেকেই বারবার সামনে আসছিল নানা সমস্যার কথা৷
advertisement
অদূর ভবিষ্যতে এমন সমস্যা হতে পারে অনুমান করেই তিরুমালা তিরুপতি দেবস্থানমের প্রধান সেবায়েত ওয়াই ভি সুব্বা রেড্ডি দায়িত্ব নিয়েই চারটি বেসরকারি ব্যাঙ্কে থাকা টাকা তুলে নিতে বলেন কোষাধক্ষ্যদের৷
advertisement
মন্দিরের এক কর্মকর্তার কথায়,‘‘সুব্বা রেড্ডি অনেক আগেই বুঝতে পেরেছিলেন আর্থিক সঙ্কট আসতে চলেছে৷ টাকা তোলার প্রক্রিয়া মসৃণ ছিল না৷ তবে চাপের মুখে নতি স্বীকার না করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির দ্বারস্থ হন৷ নোটিস জারি করে এই টাকা ঘরে ফেরানো হয়েছিল৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভাগ্য সহায়! ইয়েস ব্যঙ্কে রাখা ১৩ হাজার কোটি টাকা তুলে নিয়েছিল তিরুপতি কর্তৃপক্ষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement