‘সময়মতোই জানা যাবে জোটের শক্তি’, বিজেপিকে কটাক্ষ কুমারস্বামীর, দিল্লিতে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক

Last Updated:

‘সময়মতোই জানা যাবে জোটের শক্তি’, বিজেপিকে কটাক্ষ কুমারস্বামীর, দিল্লিতে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক

#নয়াদিল্লি: বুধে মুখ‍্যমন্ত্রী পদে শপথ। তার আগে সোমবারই সোনিয়া ও রাহুল গান্ধির সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন কর্ণাটকের ভাবী মুখ‍্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। একইসঙ্গে রাজধানীতে দাঁড়িয়ে কংগ্রেস-জেডিএস জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা গেরুয়া শিবিরের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন তীব্র কটাক্ষ ৷
নরেন্দ্র মোদির বিজয় রথ রুখতে, দখিনা হাওয়া কি ২০১৯-এ ঝড় হবে? মঞ্চ তৈরি করে দিয়েছে কর্ণাটক। কংগ্রেস-জেডিএস জোটের মুখ‍্যমন্ত্রী প্রার্থী হিসেবে বুধবার শপথ নেবেন H D কুমারস্বামী। তার ২৪ ঘণ্টা আগে দিল্লিতে সোনিয়া ও রাহুলের সঙ্গে ছাড়াও বিএসপি সুপ্রিমো মায়াবতীর সঙ্গেও দেখা করেন কুমারস্বামী ৷
দলীয় সূত্রে খবর, এদিন রাহুল-সোনিয়ার সঙ্গে কুমারস্বামীর বৈঠকের পর কর্ণাটকে দুই উপ-মুখ্যমন্ত্রী পদ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ উপমুখ‍্যমন্ত্রী করা হতে পারে কর্ণাটকের কংগ্রেস সভাপতি, দলিত নেতা, জি পরমেশ্বরকে। ৩৩ জনের মন্ত্রীসভায় ২০টি পদ পেতে পারে কংগ্রেস ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
কর্ণাটকে শপথ নেওয়ার অপেক্ষায় জোট সরকার। বুধবার শপথের বাইরে নজর মোদি বিরোধী জোটের দিকেও। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে একমঞ্চে থাকছেন মোদি বিরোধী সব দলের শীর্ষনেতৃত্ব। ফেডেরাল ফ্রন্টের সম্ভাব্য সব দলকে আগামীকাল দেখা যাবে শপথ সভায় ৷ সেই অনুষ্ঠান মঞ্চেই দেখা যাবে মোদি বিরোধীদের শক্তি প্রদর্শন। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। আমন্ত্রিত সোনিয়া গান্ধি, রাহুল গান্ধিও। এছাড়াও মন্ত্রীদের তালিকায় রয়েছেন বহুজন সমাজ পার্টির মায়াবতী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ওড়িশার মু‍খ‍্যমন্ত্রী নবীন পট্টনায়েক, অন্ধ্রপ্রদেশের মুখ‍্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তেলেঙ্গানার মুখ‍্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতো বিজেপি বিরোধীরা।
advertisement
বিরোধীরা যখন কর্ণাটককে সামনে রেখে মোদি বিরোধী মঞ্চ গড়তে কোমর বেঁধেছে, তখন পাল্টা বিজেপিও সেই জোটে ফাটল ধরাতে তৎপর। আর তাই সতর্ক কংগ্রেস। ইয়েদুরাপ্পা সংখ‍্যা জোগাড় করতে না পেরে জোর ধাক্কা খেয়েছেন। কিন্তু, না আঁচালে বিশ্বাস নেই। তাই, বেঙ্গালুরুর কাছে একটি হোটেলেই দলের সব বিধায়কদের রেখে দিয়েছে কংগ্রেস। এদিকে, কংগ্রেস-জেডিএসের মন্ত্রিসভা কীরকম হবে তা নিয়েও দুই শিবিরের মধ‍্যে দফায় দফায় চলছে আলোচনা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘সময়মতোই জানা যাবে জোটের শক্তি’, বিজেপিকে কটাক্ষ কুমারস্বামীর, দিল্লিতে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement