Tiger Attack: ঘাস কাটতে গিয়ে ভয়ঙ্কর বিপদ, কৃষককে ধান ক্ষেতে নিয়ে গিয়ে খেল বাঘ!

Last Updated:

Tiger Attack: ঘাস কাটতে গিয়ে ভয়ঙ্কর বিপদ, কৃষককে ধান ক্ষেতে নিয়ে গিয়ে খেল বাঘ! খুবলিয়ে খেল দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতরের কর্মীরা।

ঘাস কাটতে গিয়ে ভয়ঙ্কর বিপদ, কৃষককে ধান ক্ষেতে নিয়ে গিয়ে খেল বাঘ!
ঘাস কাটতে গিয়ে ভয়ঙ্কর বিপদ, কৃষককে ধান ক্ষেতে নিয়ে গিয়ে খেল বাঘ!
লখিমপুর খেরি : বাহরাইচে নেকড়েদের আতঙ্কের পর এখন উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় মানুষখেকো বাঘের আতঙ্ক চলছে। একের পর এক বন্য জন্তুর আক্রমণে দিশেহারা হয়ে উঠেছেন গ্রামবাসীরা৷
ঠিক কী জানা গিয়েছে? জেলার মোহাম্মদী ফরেস্ট রেঞ্জে মাঠে ঘাস কাটতে যাওয়া এক কৃষকের ওপর বাঘের হামলা হয়েছে। বাঘটি কৃষককে আখ ক্ষেতে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে ক্ষেতের পাশে সাইকেল দেখতে পেয়ে আশেপাশে তল্লাশি চালিয়ে আখ ক্ষেতে লাশ পাওয়া যায়।
advertisement
advertisement
রাজেপুর শাহ গ্রামের বাসিন্দা প্রভু দয়াল খামারে পশুর চারণ সংগ্রহ করতে গেলে হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে, এতে প্রভু দয়াল মারা যান। বিক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে হট্টগোল শুরু করে। মোহাম্মদী ফরেস্ট রেঞ্জে বাঘের আক্রমণে এটি তৃতীয় মৃত্যু। যার জেরে আশেপাশের গ্রামবাসীদের মধ্যে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছে।
advertisement
ড্রোন দিয়ে খোঁজে নিয়োজিত বন বিভাগ
মহম্মদী রেঞ্জের রেঞ্জার নরেশ সিং বলেছেন, লোকজন জানতে পেরেছিল যে আখ ক্ষেতে এক যুবকের মৃতদেহ রয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, যুবকটিকে কোনো বন্য পশুর আঘাতে মেরে ফেলা হয়েছে। এখন তদন্তের পর জানা যাবে এটি বাঘের আক্রমণ নাকি চিতাবাঘ হামলা চালিয়ে ওই যুবককে হত্যা করেছে। তিনি বলেন, ড্রোন ক্যামেরার মাধ্যমে বন্য প্রাণীটির সন্ধান করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tiger Attack: ঘাস কাটতে গিয়ে ভয়ঙ্কর বিপদ, কৃষককে ধান ক্ষেতে নিয়ে গিয়ে খেল বাঘ!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement