ধুলোঝড়ে আক্রান্ত দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ, সতর্কতা এ রাজ্যেও

Last Updated:

মঙ্গলবার পশ্চিমবঙ্গে ঘণ্টায় ৫০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

#কলকাতা: সোমবার রাতেই ধুলো ঝড় আছড়ে পড়েছে দিল্লিতে। মঙ্লবার সকাল থেকেই ধুলোঝড়ের কবলে রাজস্থানের জয়পুর, যোধপুর ও উত্তর প্রদেশের বাঘপত, শাহারনপুর। ২৪ ঘণ্টার মধ্যে ধুলোঝড় ধেয়ে আসছে এ রাজ্যেও। আবহাওয়া দফতরের তরফে ধুলোঝড়ের সতর্কতা জারি হয়েছে চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়াণা ও সিকিম সহ উত্তর পূর্বের সবকটি রাজ্যে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গে ঘণ্টায় ৫০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। রয়েছে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা। মূলত রাজ্যের উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ে আক্রান্ত হতে পারে বিহারও।
advertisement
advertisement
সোমবার রাত ১১টা ১৫ নাগাদ ৭০ কিলোমিটার বেগে ঝড় আছড়ে পড়ে দিল্লিতে। সঙ্গে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিও নামে কিছু এলাকায়। গতকাল আবহওয়া দফতরের তরফে যে আট রাজ্যে ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল তার মধ্যে তিন রাজ্যে এর মধ্যেই আছড়ে পড়েছে ঝড়। আজ দিল্লির সমস্ত সান্ধ্য স্কুল বন্ধ রাখার আর্জি জানিয়েছে আবহাওয়া দফতর। বিকেল ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত বাইরে না বেরনোর সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার ছাড়িয়ে গেলে রেল চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।
advertisement
গত সপ্তাহ থেকে এখনও পর্যন্ত উত্তর ভারতের রাজ্যগুলিতে ধুলোঝড়ে ১২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাঁচ রাজ্য মিলিয়ে আহত হয়েছেন তিনশোরও বেশি মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ধুলোঝড়ে আক্রান্ত দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশ, সতর্কতা এ রাজ্যেও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement