#নয়াদিল্লি: দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন থাকলেও, ২০ এপ্রিলের পরে পরিস্থিতি দেখে ধাপে ধাপে কিছু রাজ্যে লকডাউন শিথিল করা হবে৷ অর্থনৈতিক কাজকর্মও ধীরে ধীরে চালু হবে৷ বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে লকডাউন শিথিলের প্রথম পর্যায়েই বাদ তিনটি রাজ্য৷
WB: Workers stand outside jute mills in Barrackpore, North 24 Parganas. State govt has allowed 15% of workforce for resumption of operations in mills during lockdown. Workers say, "Mills haven't opened. We were called here by our contractor. Haven't received any info from mills." pic.twitter.com/OX2gjHW3XC
— ANI (@ANI) April 20, 2020
ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পেরিয়ে গিয়েছে৷ ৫১৯ জনের মৃত্যু হয়েছে৷ এ হেন পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিল না দেশের তিন রাজ্য৷ এই রাজ্যগুলি হল, তেলঙ্গানা, পঞ্জাব ও দিল্লি৷ এই তিন রাজ্যে লকডাউন শিথিল হবে না৷ বরং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আরও একধাপ এগিয়ে জানিয়ে দিলেন, তেলঙ্গানায় ৭ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে৷ দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন, ৩ মে পর্যন্ত ওই দুই রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলবে৷ কোনও রকম অর্থনৈতিক কাজকর্ম শুরু হবে না৷
তিন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখে তা বোঝা যাচ্ছ, লকডাউন শিথিল করার পরিস্থিতি তৈরি হয়নি৷ কর্নাটক অবশ্য একটু অপেক্ষা করতে চাইছে৷ কর্নাটক সরকার জানিয়ছে, সোমবার মধ্যরাত পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে৷ আজ মন্ত্রিসভার বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হবে, লকডাুন শিথিল হবে কি না৷
প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, লকডাউন ৩ মে পর্যন্ত বাড়লেও, ২০ এপ্রিলের পরে বিভইন্ন রাজ্যের করোনা পরিস্থিতি দেখে ধীরে ধীরে কিছু অর্থনৈতিক কাজকর্ম চালু করা হবে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন G20 সদস্যভূক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে জানান, লকডাউনের জেরে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ার প্রবণতা কমেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।