Lockdown| লকডাউন শিথিলের প্রথম পর্যায়েই বাদ এই ৩ রাজ্য, বরং বাড়তে পারে মেয়াদ

Last Updated:

ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পেরিয়ে গিয়েছে৷ ৫১৯ জনের মৃত্যু হয়েছে৷ এ হেন পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিল না দেশের তিন রাজ্য৷

#নয়াদিল্লি: দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন থাকলেও, ২০ এপ্রিলের পরে পরিস্থিতি দেখে ধাপে ধাপে কিছু রাজ্যে লকডাউন শিথিল করা হবে৷ অর্থনৈতিক কাজকর্মও ধীরে ধীরে চালু হবে৷ বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে লকডাউন শিথিলের প্রথম পর্যায়েই বাদ তিনটি রাজ্য৷
advertisement
advertisement
ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পেরিয়ে গিয়েছে৷ ৫১৯ জনের মৃত্যু হয়েছে৷ এ হেন পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিল না দেশের তিন রাজ্য৷ এই রাজ্যগুলি হল, তেলঙ্গানা, পঞ্জাব ও দিল্লি৷ এই তিন রাজ্যে লকডাউন শিথিল হবে না৷ বরং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আরও একধাপ এগিয়ে জানিয়ে দিলেন, তেলঙ্গানায় ৭ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে৷ দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন, ৩ মে পর্যন্ত ওই দুই রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলবে৷ কোনও রকম অর্থনৈতিক কাজকর্ম শুরু হবে না৷
advertisement
তিন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি খতিয়ে দেখে তা বোঝা যাচ্ছ, লকডাউন শিথিল করার পরিস্থিতি তৈরি হয়নি৷ কর্নাটক অবশ্য একটু অপেক্ষা করতে চাইছে৷ কর্নাটক সরকার জানিয়ছে, সোমবার মধ্যরাত পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে৷ আজ মন্ত্রিসভার বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হবে, লকডাুন শিথিল হবে কি না৷
প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, লকডাউন ৩ মে পর্যন্ত বাড়লেও, ২০ এপ্রিলের পরে বিভইন্ন রাজ্যের করোনা পরিস্থিতি দেখে ধীরে ধীরে কিছু অর্থনৈতিক কাজকর্ম চালু করা হবে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন G20 সদস্যভূক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে জানান, লকডাউনের জেরে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ার প্রবণতা কমেছে৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lockdown| লকডাউন শিথিলের প্রথম পর্যায়েই বাদ এই ৩ রাজ্য, বরং বাড়তে পারে মেয়াদ
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement