জম্মুর আখনুরে GREF ক্যাম্পে জঙ্গি হামলা, নিহত ৩
Last Updated:
ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা ৷ সোমবার ভোররাতে জম্মুর আখনুরে GREF ক্যাম্পে হামলা চালায় চালায় সশস্ত্র জঙ্গিরা ৷
#শ্রীনগর: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা ৷ সোমবার ভোররাতে জম্মুর আখনুরে GREF ক্যাম্পে হামলা চালায় চালায় সশস্ত্র জঙ্গিরা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন শ্রমিকের যারা ওই ক্যাম্পে কাজ করছিলেন ৷ তিনজনই সীমান্ত সড়ক নির্মাণ সংস্থার শ্রমিক ছিলেন ৷ নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র দুই কিলোমিটারে দূরে অবস্থিত সেনা ক্যাম্পে হামলা করা হয় ৷
পুলিশ জানিয়েছে, রাত দেড়টা নাগাদ আন্তর্জাতিক সীমান্তের কাছে বটালা গ্রাম হামলাটি হয় ৷ জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় বর্ডার রোডস অর্গানাইজেশনের তিন শ্রমিকের। বেশ কিছুক্ষণ সেনা জঙ্গি মধ্যে গুলি বিনিময় হয় ৷ এরপর সেখান থেকে পালিয়ে যেতে সফল জঙ্গিরা ৷ গুলির লড়াই আপাতত বন্ধ থাকলেও পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা বাহিনী ৷ জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি ৷
advertisement
গত একবছরের ৪৩০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ ২০১৬ সালে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর সীমান্ত এলাকা ও গ্রাম থেকে প্রায় ২৭,৪৪৯ জনকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে ৷ সার্ডিক্যাল স্ট্রাইকের পর থেকে নিয়ন্ত্রণরেখায় কোনও প্ররোচনা ছাড়াই হামলা জারি রেখেছে পাক সেনারা ৷ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি ছাড়াও সীমান্ত লাগোয়া গ্রামগুলি লক্ষ্য গুলি ও মর্টার বর্ষণ জারি রেখেছিল পাক রেঞ্জার্স বাহিনী ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2017 9:21 AM IST