Indore Picnic Accident : পিকনিকে গিয়ে স্নানে নেমেছিল বন্ধুরা! তারপর যা হল... ভয়ঙ্কর পরিণতিতে গা শিউরে উঠবে!

Last Updated:

Indore Picnic Accident : ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দওরের। গত মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত তাঁদের হদিস পাওয়া যায়নি। বুধবারও বিলে ডুবে যাওয়া যুবকদের খুঁজছে পুলিশ।

পিকনিক করতে গিয়ে বিলের জলে তলিয়ে গিয়েছেন তিন যুবক। গভীর রাত পর্যন্ত উদ্ধারকারী দল তাঁদের কোনও খোঁজ পায়নি। মনে করা হচ্ছে ওই তিনজনেরই মৃত্যু হয়েছে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও।
ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দওরের। গত মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত তাঁদের হদিস পাওয়া যায়নি। বুধবারও বিলে ডুবে যাওয়া যুবকদের খুঁজছে পুলিশ।
advertisement
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার, স্বাধীনতা দিবসে ইন্দওর শহর থেকে প্রায় ১৪ জন যুবক পিকনিক করতে গিয়েছিলেন ভৈরব কুণ্ডে। দেবাসের উদয়নগর ও ইন্দওরের খুদাইলের মধ্যবর্তী ঘন জঙ্গলের ভিতর এই কুণ্ড। তার পাড়ে চলছিল পিকনিক। কিন্তু এরই মধ্যে জলে স্নান করতে নামেন সকলে। সেখানেই আচমকা তলিয়ে যেতে শুরু করেন তিন যুবক। প্রাথমিক ভাবে তাঁদের উদ্ধার করার চেষ্টা করেন বন্ধুরাই। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এসডিআরএফ দলকে ডাকা হয়। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়। কিন্তু মঙ্গলবার অন্ধকার নেমে আসায় তল্লাশি বন্ধ হয়ে যায়। বুধবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয়।
advertisement
প্রত্যক্ষদর্শীদের মতে, পিকনিকে আসা যুবকেরা বিলের গভীর দিকে চলে যেতে শুরু করেন। প্রথমে এক যুবক তলিয়ে যেতে থাকলে অন্যরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। আর তখনই আরও দুই যুবক তলিয়ে যান। কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।
advertisement
জানা গিয়েছে তলিয়ে যাওয়া তিন যুবক চন্দননগরের বাসিন্দা ইয়াসিন আলি, খাজরানার বাসিন্দা সুফিয়ান ও গ্রাম ব্যাঙ্ক ইন্দওরের বাসিন্দা জাফর ওয়ারসি।
এদিকে এরই মধ্যে গভীর জলে ডুবে যাওয়ার একটি লাইভ ভিডিওটি প্রকাশ্যে এসেছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে তিন যুবক একে একে তলিয়ে গেলেন গভীর জলে। আশেপাশের লোকজন কিছুই করতে পারেননি।
advertisement
ভিডিওটিতে দেখা গিয়েছে, অনেকেই ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছেন। কেউ বলছেন, “কেউ কি সাঁতার জানে…সাঁতার জানলে বাঁচাও”। কিন্তু গভীর কুণ্ডে নেমে তাঁদের বাঁচানোর সাহস দেখাননি কেউ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indore Picnic Accident : পিকনিকে গিয়ে স্নানে নেমেছিল বন্ধুরা! তারপর যা হল... ভয়ঙ্কর পরিণতিতে গা শিউরে উঠবে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement