মালবাহী ট্রেনের ধাক্কা, চাকার তলায় থেঁথলে গেল তিন সিংহের দেহ
Last Updated:
সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গুজরাতের আমরেলি জেলার বোরালা গ্রামের কাছে ৷
#আমরেলি: ভয়াবহ, অমানবিক! মালবাহী ট্রেনের চাকার তলায় পিষে গেল তিনটি সিংহ ৷ সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গুজরাতের আমরেলি জেলার বোরালা গ্রামের কাছে ৷
গির অরণ্যের পূর্ব দিকে রয়েছে এই গ্রাম ৷ মাস দু’য়েক আগে এই গির অরণ্যেই একের পর এক মারা গিয়েছিল ২৩টি এশিয়াটিক সিংহ ৷ ভারতের একমাত্র এই জঙ্গলেই পাওয়া যায় এশিয়াটিক সিংহ ৷ Canine distemper virus (CDV) নামের একটি ভাইরাসের সংক্রমণে একসঙ্গে মারা গিয়েছিল সিংহগুলি ৷
জুনাগড় ওয়াল্ডলাইফ সার্কেলের চিফ কনসার্ভেটর দুশান্ত ভাসাভাড়া জানিয়েছেন, মৃত সিংহগুলি এখনও পরিণত হয়নি ৷ তাদের বয়স ছিল দেড় থেকে দু’বছরের মধ্যে ৷ এদিন সকালে গির (পূর্ব) ডিভিশনে সাভারকুন্ডলা রেঞ্জে ঘটনাটি ঘটে ৷ সোমবার রাত পৌনে ১টা নাগাদ ৬টি সিংহ একসঙ্গে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল ৷ সে সময়ই একটা মালগাড়ি চলে আসে ৷ ৩টি সিংহ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ৷ ঘটনার তদন্তে শুরু হয়েছে বলে জানিয়েছেন দুশান্ত ৷ বাকি তিনটি সিংহের খোঁজ চলছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2018 12:25 PM IST