‘খুনি নদী’... ভুলেও কখনও যাবেন না এই নদীতে !
Last Updated:
‘খুনি নদী’ ! হ্যাঁ, এই নদীর এটাই নাম ৷ নাম শুনেই বুঝতে পারছেন যে জায়গাটা মোটেই সুবিধার নয় ৷
#নয়াদিল্লি: ‘খুনি নদী’ ! হ্যাঁ, এই নদীর এটাই নাম ৷ নাম শুনেই বুঝতে পারছেন যে জায়গাটা মোটেই সুবিধার নয় ৷ এই নদীর কাছে গেলেই ঘটে যেতে পারে অনেক কিছু ৷ স্থানীয়দের মতে এই নদীর কাছে গেলেই অনেক অদ্ভূত জিনিস দেখা যায় ৷ বা অনুভব করা যায় ৷ হতে পারে মৃত্যুও !
এই খুনি নদী খুঁজে পাওয়াটাও খুব একটা কঠিন কাজ নয় ৷ রাজধানী দিল্লির রোহিণী এলাকাতেই রয়েছে এই নদী ৷ যে নদীতে একবার নামলে আর কেউ জীবিত ফেরে না !
স্থানীয়দের মতে এই নদীর কাছে গেলেই শোনা যায় নানা অদ্ভূত শব্দ ৷ সেই পৈশাচিক শব্দ শুনলে রক্ত হিম হয়ে যাওয়াটাই স্বাভাবিক ৷ এলাকার যে মানুষই এই নদীতে নেমেছেন, মৃত্যু হয়েছে তাঁদের ৷ এই নদী একেবারেই গভীর নয় ৷ কিন্তু কাছে গেলেই এই নদী যেন টেনে নেয় সেই মানুষটিকে ৷ আর ফিরতে দেয় না ৷
advertisement
advertisement
এই নদীর ইতিহাস শুনলেও গা ছমছম করবে ৷ বহু শতাব্দী আগে অত্যাচারী শাসকরা মৃত্যুদণ্ড দেওয়ার কাজেই এই নদীকে ব্যবহার করত ৷ কারোর মাথা কেটে ফেলা বা খুন করে মৃতদেহ এখানেই ফেলে রেখে চলে যেত তারা ৷ তাই স্থানীয়দের মতে এই অঞ্চল হল আত্মাদের ডেরা ৷ সন্ধের পরে গেলেই নানা অদ্ভুত শব্দ শোনা যায়। কখনও শোনা যায় দীর্ঘনিশ্বাস ফেলার শব্দ, কখনও কানে আসে হাসি বা কান্নার আওয়াজ! অনেকে এই সব আওয়াজ শুনে পালাতে গিয়েও পড়ে গিয়েছেন নদীতে। তার পর আর বেঁচে ফেরেননি!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2016 12:41 PM IST