ট্রেনে ফ্রি-তে ডিনার পেতে খাবারের প্যাকেটে মরা টিকটিকি রাখলেন যাত্রী!
Last Updated:
পৃথিবীতে কত কী না ঘটে, দেখুন এই ভদ্রলোকের কাণ্ড, ট্রেনের ফ্রি ডিনারের জন্য কী কাণ্ডটাই না ঘটালেন তিনি ৷
#জব্বলপুর: পৃথিবীতে কত কী না ঘটে, দেখুন এই ভদ্রলোকের কাণ্ড, ট্রেনের ফ্রি ডিনারের জন্য কী কাণ্ডটাই না ঘটালেন তিনি ৷
বয়স ৭০ ৷ নাম সুরন্দর পাল ৷ ট্রেনে উঠলেই নাকি খাবার নিয়ে নানারকম অভিযোগ দায়ের করেন তিনি ৷ আর তার পরিবর্তে ট্রেনের ফ্রি খাবার পেয়েই চুপচাপ থাকতেন ৷ জানা গিয়েছে, এই লোকটাকে নজরে রেখেছিলেন রেলওয়ে কর্তৃপক্ষ ৷ শেষমেশ সুরন্দর ধরা পড়লেন জব্বলপুরে৷
সুরন্দর জানিয়েছেন, ব্যাগে মরা টিকটিকি নিয়ে ঘুরতেন তিনি ৷ সেই ব্যাগ নিয়েই উঠতেন ট্রেনে ৷ খাবারের মধ্যে মরা টিকটিকি রেখে দিতেন, আর তা রেলওয়ে দেখালেই খাবার ফ্রি ! জানা গিয়েছে, সুরন্দর মারসিক ভারসাম্যহীন ব্যক্তি৷ যার কারণেই সুরন্দর এই ধরণের কাজ করতেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 24, 2019 8:20 PM IST