দেশ স্বাধীন হওয়ার বহু বছর আগেই স্বাধীনতা পেয়েছিল এই গ্রাম

Last Updated:

১৯৪৭ সালের ১৫ অগস্ট নয় ৷ দেশ স্বাধীন হওয়ার আগেই স্বাধীন হয়েছিল এই গ্রাম ! তবে, ইতিহাসের পাতায় এর কোনও উল্লেখ নেই ৷

#নয়াদিল্লি: ১৯৪৭ সালের ১৫ অগস্ট নয় ৷ দেশ স্বাধীন হওয়ার আগেই স্বাধীন হয়েছিল এই গ্রাম ! তবে, ইতিহাসের পাতায় এর কোনও উল্লেখ নেই ৷ যার জন্য দেশের ভিতরের এই গ্রামের স্বাধীনতার খবর আজও অজানা ৷ তবে, শুধু ইতিহাসের বই-ই নয় ৷ রাজ্যের সরকারও কর্ণাটকের শিবামগ্গা জেলার ইসুরু নামের এই ছোট গ্রামের প্রতি কোনও নজর দেয় না ৷ আর সেই কারণেই আজও আফসোস গ্রামের বাসিন্দাদের ৷
জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই গ্রামের কোনও ব্যাখ্যা ইতিহাসের পাতায় নেই ঠিকই ৷ কিন্তু এই গ্রামের মধ্যেই রয়েছে একটি ছোট্ট স্মৃতিসৌধ ৷ গ্রামটির স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন বলিদান দিয়েছেন ৷ তারাই রয়েছেন এই স্মৃতিসৌধতে ৷ কালো রঙের গ্র্যানাইট পাথরের তৈরি এই স্মৃতিসৌধে রয়েছেন গোরাপ্পা, এসারাপ্পা, জিনাহাল্লি মাল্লাপ্পা, সূর্যানায়ানচার এবং বাদকাহাল্লি হালাপ্পা এবং গৌদ্রাশানকারাপ্পা ৷
advertisement
দিনটি ছিল ১৯৪৩ সালের ৮ মার্চ ৷ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গ্রামের স্বাধীনতা ফিরিয়ে এনেছিল ৷ একযোগে সকলে প্রতিবাদে গর্জে উঠেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ৷ আর তারপরই গ্রামের স্বাধীনতা ফিরে এসেছিল এই দিনে ৷
advertisement
কিন্তু গ্রামের মানুষের এত লড়াই ৷ এত আত্মত্যাগ ৷ কোনও সম্মান পায়নি ৷ গ্রামের মধ্যেকার সেই স্মৃতিসৌধটিরই একটি বড় মূর্তি তৈরির দাবিতে তারা বারবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন ৷ কিন্তু এরপরেও কোনও সমাধান হয়নি ৷ আর এই কারণে ইয়েদুরাপ্পার প্রতিই তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন ৷ তাদের দাবি, ‘সরকারের লোকজন আসে দেখে যায় ৷ কিন্তু গ্রামের উন্নয়নের প্রতি কোনও নজরই নেই সরকারের ৷ এমনকী, এই গ্রামের যুবকদের কর্মসংস্থানের প্রতিও কোনও খেয়াল নেই সরকারের ৷ ’
বাংলা খবর/ খবর/দেশ/
দেশ স্বাধীন হওয়ার বহু বছর আগেই স্বাধীনতা পেয়েছিল এই গ্রাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement