Heart attack: তুমুল জোরে বাজছিল ডিজে বক্স, নাচতে নাচতে হঠাৎ পড়ে গেল কিশোর! যা ঘটল, অবিশ্বাস্য

Last Updated:

ভোপাল শহর জুড়েই সাউন্ড বক্সের উপদ্রব দীর্ঘদিনের৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শব্দের মাত্রা বেঁধে দেওয়া রয়েছে৷

প্রতীকী ছবি৷ ফেসবুক
প্রতীকী ছবি৷ ফেসবুক
ভোপাল: বাড়ির সামনে দিয়ে যাওয়া শোভাযাত্রায় কান ফাটানো শব্দে বাজছিল সাউন্ড বক্স৷ গানের সঙ্গে নাচছিলেন মানুষজন৷ সেই শব্দ শুনেই বাড়ি থেকে বেরিয়ে শোভাযাত্রার সঙ্গে নাচতে শুরু করেছিল ১৩ বছরের কিশোর৷ আর তা করতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল ওই কিশোরের৷ ডিজে বক্সের তুমুল শব্দের জেরে নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোর৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে৷ মৃত ওই কিশোরের নাম সমীর বিল্লোর৷ নাচতে নাচতেই ভিড়ের মধ্যে সমীর অসুস্থ হয়ে পড়ে গেলেও সেদিকে খেয়াল করেনি নাচে মত্ত বাকিরা৷ ছেলের ওই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য আর্তনাদ থাকেন ওই কিশোরের মা৷
advertisement
advertisement
মৃত কিশোরের মা যমুনাদেবী জানিয়েছেন, সমীরের হৃদযন্ত্রে কিন্তু সমস্যা ছিল৷ কিন্তু সুস্থই ছিল সে৷
চিকিৎসকরাও জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ,সমীরের৷ মৃত কিশোরের বাবা কৈলাস বিল্লোরও অভিযোগ করেছেন, মারাত্মক জোরে ওই শোভাযাত্রা সাউন্ড বক্স বাজানো হচ্ছিল৷
ভোপাল শহর জুড়েই সাউন্ড বক্সের উপদ্রব দীর্ঘদিনের৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শব্দের মাত্রা বেঁধে দেওয়া রয়েছে৷ যদিও অধিকাংশ ক্ষেত্রেই সেই নির্দেশিকা মানা হয় না৷ ভোপালের পুলিশ কমিশনারও স্বীকার করে নিয়েছেন, সাউন্ড বক্সের তাণ্ডব সামাল দিতে পুলিশও হিমশিম খাচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Heart attack: তুমুল জোরে বাজছিল ডিজে বক্স, নাচতে নাচতে হঠাৎ পড়ে গেল কিশোর! যা ঘটল, অবিশ্বাস্য
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement