কাশ্মীরে জোড়া এনকাউন্টারে খতম ১৩ জঙ্গি, অনুপ্রবেশ রুখে বড় সাফল্য সেনার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভারতীয় সেনার এক আধিকারিক একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২৮ মে থেকে অনুপ্রবেশ আটকাতে বিশেষ অভিযান শুরু করেছে সেনা৷
#জম্মু: কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে বড় সাফল্য পেল ভারতীয় সেনা৷ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এ দেশে ঢোকার সময় সেনাবাহিনীর হাতে প্রাণ গেল ১৩ জন জঙ্গির৷ সোমবার জম্মু কাশ্মীরের মেন্ধর- পুঞ্চ এলাকায় এই ঘটনা ঘটেছে৷
সোমবার সকালেই বিপুল অস্ত্রশস্ত্র সহ রাজৌরির নওসেরা সেক্টরে তিন জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী৷ এর পর জম্মুর মেন্ধরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনার সঙ্গে গোলাগুলি বিনিময় করতে গিয়ে দশ জঙ্গির মৃত্যু হয়৷
ভারতীয় সেনার এক আধিকারিক একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২৮ মে থেকে অনুপ্রবেশ আটকাতে বিশেষ অভিযান শুরু করেছে সেনা৷ নিয়ন্ত্রণরেখায় সতর্ক বাহিনীর জওয়ানরা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন৷ একসঙ্গে দশজন জঙ্গিকে খতম করেছেন সেনাবাহিনীর জওয়ানরা৷ এর পাশাপাশি পুঞ্চ জেলার বিভিন্ন গ্রামে কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে তল্লাশি অভিযান শুরু হয়েছে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, জঙ্গিদের একটি দল পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে সোমবার ভোরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে৷ তখনই কালাল গ্রামের কাছে তাদের বাধা দেয় সেনাবাহিনীর জওয়ানরা৷ শুরু হয় সংঘর্ষ৷ তাতেই মারা যায় দশ জঙ্গি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2020 7:10 PM IST