• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • THIEF TARGETS ARUN JAITLEYS CREMATION STEALS PHONES OF BABUL SUPRIYO 10 OTHERS SS

জেটলির শেষকৃত্যে গিয়ে ফোন চুরি হল বাবুল সুপ্রিয়-সহ ১১ জনের !

 • Share this:

  #নয়াদিল্লি: জেটলির শেষকৃত্যে যোগ দিতে গিয়ে বিপত্তি ৷ ফোন হারালেন ১১ জন ৷ সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও ৷ ঘটনাটি ঘটেছে দিল্লির নিগমঘাটে ৷ সেখানে অরুণ জেটলির শেষকৃত্য অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম হয় ৷ প্রচণ্ড ভিড়ের মধ্যেই কেউ বা কারা ফোন চুরি করে পালায় বলে অভিযোগ ৷ পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা ট্যুইট করে জানান, টুইটে তিজারাওয়ালা লিখেছেন, ‘‘ যখন আমরা অরুণ জেটলি শেষ শ্রদ্ধা জানাচ্ছি, যে ফোন থেকে এই ছবিটি তুলেছি, সেটাও আমায় শেষ বিদায় জানায়। শ্মশান ঘাটে ভিড়ের সুযোগ নিয়ে কেউ বা কারা ফোন চুরি করছে, এটা খুবই দুঃখজনক ঘটনা।’’

  First published: