নাগরিকপঞ্জির প্রয়োজন নেই ত্রিপুরাবাসীর, জানিয়ে দিলেন বিপ্লব দেব
Last Updated:
অসমে প্রকাশিত নাগরিকপঞ্জি নিয়ে যখন উত্তাল দেশ , তখন নিজের রাজ্যের মানুষকে নিশ্চিন্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷
#নাগপুর: অসমে প্রকাশিত নাগরিকপঞ্জি নিয়ে যখন উত্তাল দেশ , তখন নিজের রাজ্যের মানুষকে নিশ্চিন্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৷ নাগরিকত্বের দাবি জানানোর কোনও প্রয়োজন নেই ত্রিপুরাবাসীর, জানালেন বিপ্লব ৷ তাঁর মতে অসমের সার্বিক অবস্থা তেমন সংবেদনশীল নয় এবং পরিস্থিতি মোকাবিলায় সক্ষম মুখ্যমন্ত্রী সর্বনন্দা সোনেওয়াল ৷
তিনি আরও জানিয়ে দেন যে ত্রিপুরার প্রতিটি মানুষের নাগরিকত্বই বৈধ ৷ ফলে তাঁর রাজ্যে কোন সমস্যায়ই নেই ৷ ভবিষ্যতেও কোন আশঙ্কা নেই বলেই তাঁর দাবি ৷ এনআরসিতে নাগরিক বৈধতা নিয়ে অসমে যে আশঙ্কার মেঘ ঘনিয়েছে, তাতে চিন্তিত নন বিপ্লব দেব ৷ তাঁর দাবি অযথা এই নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছেন কেউ কেউ ৷
advertisement
advertisement
আজ নাগপুরে আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করতে যান বিপ্লব দেব ৷ প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় তাদের ৷ সঙ্ঘ চালকের আর্শীবাদ নিতে তাঁর নাগপুর যাত্রা, বৈঠকের পর জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷
advertisement
There is no demand for NRC in Tripura. Everything is systematised in Tripura. I think this is not a big issue even for Assam, Sarbananda Sonowal ji is capable of managing it. Some people are trying to create panic and distrub the environment: Tripura CM Biplab Deb on #NRCAssam pic.twitter.com/g7PIg8RwEs
— ANI (@ANI) July 31, 2018
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2018 7:10 PM IST