যুব সমাজের উপর হামলায় মোদি সরকার সক্রিয় মদত দিচ্ছে দুষ্কৃতীদের, প্রতিক্রিয়া সনিয়ার
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সনিয়ার বক্তব্য, প্রতিদিন ভারতের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, হয় পুলিশ, না হলে বিজেপির লুম্পেনরা হামলা করছে৷
#নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনার তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি৷ এক বিবৃতিতে সনিয়া বললেন, 'দেশের যুবক ও ছাত্রদের প্রতিদিন চুপ করিয়ে রাখা হচ্ছে৷ মোদি সরকারের শাসনে ভারতের যুব সম্প্রদায়ের উপর গুণ্ডাদের এই রকম বর্বরচিত আক্রমণ খুবই উদ্বেগজনক ও নিন্দনীয়৷'
Congress interim President Sonia Gandhi on #JNUViolence:The voice of India’s youth & students is being muzzled everyday. The horrifying and unprecedented violence unleashed on India’s young by goons with active abetment of the ruling Modi Govt is deplorable and unacceptable. pic.twitter.com/IUctL0eOBm
— ANI (@ANI) January 6, 2020
advertisement
advertisement
সনিয়ার বক্তব্য, প্রতিদিন ভারতের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, হয় পুলিশ, না হলে বিজেপির লুম্পেনরা হামলা করছে৷ তাঁর কথায়, 'গতকাল জেএনইউ-এর ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হাড়হিম করা হামলা দিল্লিবাসীকে রিমাইন্ডার, এই সরকার এ ভাবেই গণতন্ত্রের কণ্ঠরোধ করতে থাকবে৷ ছাত্র ও যুবকদের এখন শিক্ষা, চাকরি, উজ্জ্বল ভবিষ্যত্ প্রয়োজন৷ এগুলি গণতন্ত্রের অধিকার৷'
advertisement
শুধু কংগ্রেসই নয়, জেএনইউ-য়ে হামলার নিন্দায় সরব বিজেপি-র এক সময়ের বন্ধু শিবসেনাও৷ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কথায়, 'জেএনইউ-এর উপর এই হামলা আমায় ২৬/ ১১ মুম্বই হামলার কথা মনে করিয়ে দিল৷ এই দেশে ছাত্র-ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে৷'
জেএনইউ-এর ঘটনা নিয়ে সোমবার একটি প্রেস বিবৃতি জারি করেন রেজিস্ট্রার প্রমোদ কুমার৷ সেই বিবৃতিতে বলা হয়েছে, হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে জেএনইউ ক্যাম্পাসে লাগাতার তাণ্ডব চালাচ্ছে ছাত্র-ছাত্রীরা৷ বিকেল সাড়ে ৪টে নাগাদ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার বিরোধী ছাত্র-ছাত্রীরা রেজিস্ট্রেশনে ইচ্ছুক পড়ুয়াদের বাধা দেয়৷ ৩ জানুয়ারি থেকে মুখ ঢেকে হামলা চালাচ্ছে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা৷ রেজিস্ট্রেশন অফিস ভাঙচুর করা হয়৷ তছনছ করা হয় কম্পিউটার, সার্ভার৷ ক্লাস করতেও বাধা দেয়৷ ৫ জানুয়ারি আন্দোলনকারীরা প্রথমে হস্টেলে হামলা চালায় নবাগতদের উপর৷ নিরাপত্তাকর্মীদেরও মারধর করা হয়৷ দু দলের ছাত্রদের সংঘর্ষ রুখতে পুলিশ ডাকে কর্তৃপক্ষ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 3:22 PM IST