২০১৯ লোকসভা নির্বাচনে বঙ্গে কেমন হবে তৃণমূল-বিজেপি দ্বৈরথ ?

Last Updated:

জনসংখ্যার বিচারে দেশের প্রায় ৭০ শতাংশ স্তানে বিজেপি সাসন করছে ৷ উত্তর, পশ্চিম, দক্ষিণ-পূর্বে আংশিক প্রভাব ফেলার পরে বিজেপির লক্ষ এখন পশ্চিমবঙ্গ ৷ বিগত দু'দিন ধরে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবারে রাজ্যে এসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ

#নয়াদিল্লি: জনসংখ্যার বিচারে দেশের প্রায় ৭০ শতাংশ স্থানে বিজেপি সাসন করছে ৷ উত্তর, পশ্চিম, দক্ষিণ-পূর্বে আংশিক প্রভাব ফেলার পরে বিজেপির লক্ষ এখন পশ্চিমবঙ্গ ৷ বিগত দু'দিন ধরে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবারে রাজ্যে এসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ লক্ষ ছিল রাজ্য বিজেপি-র কর্মী সমর্থকদের মনোবল বাড়ানো সঙ্গে সঙ্গে তাঁর পশ্চিমবঙ্গ সফরকে ধরে নেওয়া যেতে পারে লোকসভা ২০১৯ এর মহড়াও ৷
তারাপীঠে পুজো দিচ্ছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তারাপীঠে পুজো দিচ্ছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷
পুরুলিয়ার সভা থেকে তিনি হুঁঙ্কার ছেড়েছেন শাসকদলের বিরুদ্ধে আপাতত তাই নিয়েই চলছে জোরকদমে রাজনৈতিক তরজা ৷ বিগত কয়েকটি উপনির্বাচন ও সম্প্রতি শেষ হওয়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের প্রবল রক্তক্ষরণের জেরেই দ্বিতীয় স্থানেই উঠে এসেছে বিজেপি যদিও প্রাপ্ত ভোটের শতাংশের বিচারে অনেক পিছিয়েই বিজেপি ৷
advertisement
advertisement
বাংলা দখলের স্বপ্ন অনেকদিন আগে থেকেই বিজেপি দেখতে শুরু করেছে, তবে এখন তা চরমে ৷ গতকালই বঙ্গ সফরে রাজ্য বিজেপিকে লোকসভা নির্বাচনে ৫০ শতাংশ আসন জেতার লক্ষে ঝাঁপাবার নির্দেশ দিয়েছেন ৷ তবে তা কতকানি বাস্তব সম্মত তা প্রমাণ করবে সময়েই ৷
advertisement
২০১৪ লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে বা বিগত কয়েকটি উপনির্বাচনের প্রাপ্ত ভোটের নিরিখে বলা যেতে পারে যে বাম ও কংগ্রেসের ভোটে থাবা বসিয়ে বিজেপির ভোট বেড়েছে ৷ বিজেপি-র এই উত্থানে আপাতত শাসকদল তৃণমূল কংগ্রেসের চিন্তার তেমন কিছু নেই ৷ ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে বা আসতে পারে সেটা কম বেশি অনেকেই সেই সময়ে মেনেছিলেন সেই সময়ে ৷
advertisement
২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় আসার ট্রেলার কিন্তু ২০০৮ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই বোঝা গিয়েছিল ৷ ২০০৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ১ আসন থেকে ১৯টি জয়লাভই সেই সম্ভাবনাকে আরও প্রকট করেছিল ৷
সেই দিক থেকে বিচার করলে রাজ্যে বিজেপির ক্ষেত্রে তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি ৷ তবে পাল্টেছে দিনকাল, পাল্টেছে রাজনৈতিক কৌশল ৷ আমরা আমাদের মত হিসেব নিকেশ করতেই পারি কিন্তু শেষ কথা বলবে সময়ই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৯ লোকসভা নির্বাচনে বঙ্গে কেমন হবে তৃণমূল-বিজেপি দ্বৈরথ ?
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement