গোটা দেশে বাঘের সংখ্যা বেড়েছে ৭০০, জানালেন মোদি
Last Updated:
#নয়াদিল্লি: ভারতের বেড়েছে বাঘের সংখ্যা৷ ২০১৮ সালে দেশের বাঘের সংখ্যা বেড়েছে ৭০০৷ সোমবার আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর কথায়, 'এই রেজাল্ট শুনে প্রতিটি ভারতবাসীই খুশি হবেন৷' ভারতে বর্তমানে মোট বাঘের সংখ্যা ২ হাজার ৯৬৭৷
এ দিন সর্বভারতীয় বাঘ সুমারির রেজাল্ট ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় সরকার বাঘ বাঁচানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷ এ বছর ঐতিহাসিক ভাবে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশে৷' এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে বাঘ সুমারি হয়েছিল ভারতে৷
২০১৪-র বাঘসুমারি অনুযায়ী দেশে সব থেকে বেশি বাঘ ছিল কর্নাটকে৷ সংখ্যাটি ছিল ৪০৬টি। উত্তরাখণ্ডে ৩৪০ এবং মধ্যপ্রদেশে ৩০৮টি বাঘ ছিল। তথ্য বলছে, ২০১৫-য় গোটা দেশে ১২টি বাঘ চোরাশিকারিদের নিশানা হয়েছিল। ২০১৬ এবং ২০১৭ সালে তা বেড়ে হয় যথাক্রমে ২১ এবং ২৭। ২০১৮-য় ১৩টি চোরাশিকারের ঘটনা ঘটে। তার মধ্যে লালগড়ে একটি বাঘকে মারা হয়েছিল। এ ছাড়াও ৫১টি বাঘের অপমৃত্যু হয়েছে। সেগুলি চোরাশিকার কি না, তা স্পষ্ট নয়৷
advertisement
advertisement
আরও ভিডিও: সুন্দরবনে বাঘ দেখে চিৎকার পর্যটকদের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2019 10:42 AM IST