গোটা দেশে বাঘের সংখ্যা বেড়েছে ৭০০, জানালেন মোদি

Last Updated:
#নয়াদিল্লি: ভারতের বেড়েছে বাঘের সংখ্যা৷ ২০১৮ সালে দেশের বাঘের সংখ্যা বেড়েছে ৭০০৷ সোমবার আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর কথায়, 'এই রেজাল্ট শুনে প্রতিটি ভারতবাসীই খুশি হবেন৷' ভারতে বর্তমানে মোট বাঘের সংখ্যা ২ হাজার ৯৬৭৷
এ দিন সর্বভারতীয় বাঘ সুমারির রেজাল্ট ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় সরকার বাঘ বাঁচানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷ এ বছর ঐতিহাসিক ভাবে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশে৷' এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে বাঘ সুমারি হয়েছিল ভারতে৷
২০১৪-র বাঘসুমারি অনুযায়ী দেশে সব থেকে বেশি বাঘ ছিল কর্নাটকে৷ সংখ্যাটি ছিল ৪০৬টি। উত্তরাখণ্ডে ৩৪০ এবং মধ্যপ্রদেশে ৩০৮টি বাঘ ছিল। তথ্য বলছে, ২০১৫-য় গোটা দেশে ১২টি বাঘ চোরাশিকারিদের নিশানা হয়েছিল। ২০১৬ এবং ২০১৭ সালে তা বেড়ে হয় যথাক্রমে ২১ এবং ২৭। ২০১৮-য় ১৩টি চোরাশিকারের ঘটনা ঘটে। তার মধ্যে লালগড়ে একটি বাঘকে মারা হয়েছিল। এ ছাড়াও ৫১টি বাঘের অপমৃত্যু হয়েছে। সেগুলি চোরাশিকার কি না, তা স্পষ্ট নয়৷
advertisement
advertisement
আরও ভিডিও:  সুন্দরবনে বাঘ দেখে চিৎকার পর্যটকদের
বাংলা খবর/ খবর/দেশ/
গোটা দেশে বাঘের সংখ্যা বেড়েছে ৭০০, জানালেন মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement