মদ্যপান করায় গ্রেফতার বিহারের বিজেপি সাংসদপুত্র, তোপের মুখে সরকার

Last Updated:

মদ্যপান করায় বিহারের বিজেপি সাংসদ হরি মাঝির ছেলে রাহুল মাঝিকে গ্রেফতার করল বিহার পুলিশ ৷ শনিবার সন্ধ্যায় রাহুল এবং তাঁর এক বন্ধুকে গয়া মেডিক্যাল কলেজ থানার অন্তর্গত নামা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ ৷

#পাটনা: মদ্যপান করায় বিহারের বিজেপি সাংসদ হরি মাঝির ছেলে রাহুল মাঝিকে গ্রেফতার করল বিহার পুলিশ ৷ শনিবার সন্ধ্যায় রাহুল এবং তাঁর এক বন্ধুকে গয়া মেডিক্যাল কলেজ থানার অন্তর্গত নামা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ ৷ ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েছে তাঁরা মদ্যপান করছিলেন ৷
গত দু’বছর ধরেই বিহারে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধি ৷ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারকে মদ-মুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করার পর থেকে মদ্যপানের বিরুদ্ধে যথেষ্ট কড়া রাজ্য প্রশাসন ৷ কিন্তু গ্রেফতারির পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন হরি মাঝি ৷ তাঁর দাবি, ওই গ্রামে বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছে বলে তিনিই পুলিশকে জানিয়েছিলেন ৷ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুলকে গ্রেফতার করেছে বলেও অভিযোগ তোলেন তিনি ৷
advertisement
advertisement
বিহারের জেডিইউ নেতৃত্বাধীন সরকারের শরিক বিজেপি। ফলে এই ঘটনায় বিজেপির নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে শাসক দলও ৷
অন্যদিকে, সাংসদ-পুত্র জেলে যেতেই রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান জিতনরাম মাজি। তাঁর দাবি, দলিত বলেই বিজেপি-সাংসদ পুত্রকে জেলে যেতে হল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মদ্যপান করায় গ্রেফতার বিহারের বিজেপি সাংসদপুত্র, তোপের মুখে সরকার
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement