corona virus btn
corona virus btn
Loading

লকডাউনে গির অরণ্যে এক লাফে ২৯ শতাংশ বাড়ল সিংহের সংখ্যা, ট্যুইট করে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

লকডাউনে গির অরণ্যে এক লাফে ২৯ শতাংশ বাড়ল সিংহের সংখ্যা, ট্যুইট করে সুখবর দিলেন প্রধানমন্ত্রী
Pic: Twitter

ভারতের একমাত্র গির অরণ্যেই রয়েছে পশুরাজের বাস । গুজরাতের পর্যটনের অন্যতম আকর্ষণ এই সিংহের বাসভূমি । সেই গির অরণ্যে এখন সিংহের সংখ্যা বেড়ে হল ৬৭৪ ।

  • Share this:

#নয়াদিল্লি: দেশ জুড়ে চারিদিকেই শুধু খারাপ খবর । করোনা সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা বেড়ে চলা, একের পর এক ভূমিকম্প, ঘূর্ণিঝড়, পঙ্গপালের হানা, সীমান্তে উত্তেজনা, অসহায় পশুদের উপর নৃশংস অত্যাচার... এত সব ধ্বংসের মধ্যেও প্রকৃতির নিজের খেয়ালে আবার গড়তে বসে । শিল্পীর মত একটু একটু করে পরম মমতায় নিজের কোল ভরিয়ে নেয় ।

এমনই সুসংবাদ এ বার এল গুজরাত থেকে । যা শুনে আনন্দ ধরে রাখতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । ট্যুইট করে দেশবাসীকে উপহার দিলেন সেই সুসংবাদ । লকডাউনে গুজরাতের গির অরণ্যে এক লাফে ২৯ শতাংশ বাড়ল এশিয়াটিক সিংহের সংখ্যা এবং তাদের ভৌগলিক ব্যাপ্তি বেড়েছে ৩৬ শতাংশ ।

ভারতের একমাত্র গির অরণ্যেই রয়েছে পশুরাজের বাস । গুজরাতের পর্যটনের অন্যতম আকর্ষণ এই সিংহের বাসভূমি । সেই গির অরণ্যে এখন সিংহের সংখ্যা বেড়ে হল ৬৭৪টি । ২০১৫ সালে সংখ্যাটা ছিল ৫২৩ ।

Published by: Simli Raha
First published: June 11, 2020, 4:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर