সন্ত্রাস ছেড়ে দেশপ্রেম ! আজ তিনি যুব সমাজের আদর্শ

Last Updated:

এক সময়ে সমাজ বিরোধী ও উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্তছিলেন কাশ্মীরের এক নাগরিক আলতাফ মীর

#শ্রীনগর: এক সময়ের সমাজবিরোধী ও উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কাশ্মীরের এক নাগরিক আলতাফ মীর, বর্তমানে তিনি ইউটিউবে ঝড় তুলেছেন ৷ না না কোনও সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য নয় ৷ নিজের গাওয়া গানের জন্যই তিনি এখন জনপ্রিয়তার শিখরে ৷
অনন্তনাগের বাসিন্দা আলতাফ মীর ৯০ এর দশকের কিছু মানুষের উস্কানিতে দেশ বিরোধী কার্যকলাপ সহ উগ্রপন্থার রাস্তা বেছে নিয়েছিল ৷ পাক সীমান্ত পার করে মীর একটি সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছিলেন ৷ পরবর্তীকালে বিবেকের জাগরণে অন্যায়ের রাস্তা থেকে স্থায়ী ভাবে সরে এসেছিলেন তিনি ৷
এখন তাঁর জীবনের চলার রাস্তাই হল প্রেম, শান্তি ও সম্প্রীতির ৷ তিনি এখনও কোক স্টুডিওর মোস্ট হ্যাপেনিং পার্সোনালিটি ৷ সকাল-সন্ধে কোক স্টুডিও মেতে ওঠে আলতাফ মীরের কণ্ঠে কাশ্মীরি লোকগীতির সুরে ৷ কাশ্মীরি ভাষায় প্রায় ২ হাজারেরও বেশি গজল ও কবিতা লিখেছেন তিনি ৷
advertisement
advertisement
তাঁর মা জনা বেগম মন্তব্য আলতাফ তাঁর বড় ছেলে ২৮ বছর আগে পাকিস্তানে চলে গিয়েছিল ৷ ছেলের সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গে সংযুক্ত হওয়ার খবর তাঁর মাকে গভীর ভাবে মর্মাহত করেছিল ৷ তিনি জীবনের কাছ থেকে সব আশা ত্যাগ করেছিলেন ৷ তবে কয়েক বছর আগে ছেলের জীবনের মূলধারায় ফিরে আসার খবর মাকে তৃপ্ত করেছে ৷ আজ তিনি খুব খুশি ছেলের চোখে দেশপ্রেম দেখে ৷
advertisement
এই ঘটনাকে তিনি চমৎকার বলবেন ? না এর অন্য কোনও নাম দেবেন ? ঈশ্বরের অশেষ কৃপার জন্যই ছেলেকে নতুন করে ফিরে পেয়েছেন তাঁর মা ৷ সঙ্গে নতুন করে দেশপ্রেমিক পেয়েছে দেশ ৷ আগে মানুষকে খুন করতেন আর এখন মানুষকে প্রেম করেন তিনি ৷
কপি সৌজন্যে : আকাশ হাসান ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সন্ত্রাস ছেড়ে দেশপ্রেম ! আজ তিনি যুব সমাজের আদর্শ
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement