ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে বিরোধীদের দাবি মানল সংসদীয় কমিটি
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Dand sanhita: ভারতীয় দণ্ডসংহিতা নিয়ে ইন্ডিয়া জোটের সাংসদদের দাবি মেনে নিল বিজেপি সাংসদ ব্রিজলালের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটি।
নয়াদিল্লি: ভারতীয় দণ্ডসংহিতা নিয়ে ইন্ডিয়া জোটের সাংসদদের দাবি মেনে নিল বিজেপি সাংসদ ব্রিজলালের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে চূড়ান্ত হওয়া রিপোর্ট নিয়ে আপত্তি জানিয়েছিল ইন্ডিয়া জোট। তৃণমূল, কংগ্রেস, ডিএমকের মতো ইন্ডিয়া জোটের দলগুলি দাবি করেছিল, রিপোর্টে অনেক ভুল রয়েছে। অত্যন্ত তড়িঘড়ি করতে গিয়ে এই ভুলে ভরা রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানায় বিরোধীরা। রাজ্যসভায় পেশ হওয়া সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রিপোর্টে যে কোনও রকম ভুলের কারণে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে এবং আইন তৈরির মূল উদ্দেশ্য নষ্ট হতে পারে।
গত শুক্রবার রাজ্যসভায় পেশ হয় দণ্ডসংহিতা নিয়ে সংসদীয় কমিটির রিপোর্ট। সেখানে বলা হয়েছে, ছাপার একটিও ভুল এই আইন প্রণনয়নের উদ্দেশ্য ব্যাহত করতে পারে এবং আইনটি সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। ফলে, মন্ত্রককে এই ভুল সংশোধন করতে হবে।” সংসদীয় কমিটির রিপোর্টে মেয়াদ উত্তীর্ণ বা জাল খাদ্য অথবা পানীয় বিক্রি করলে নূন্যতম ৬ মাসের কারাদণ্ড এবং ২৫,০০০ টাকা জরিমানা সুপারিশ করা হয়েছে। জাল খাদ্য এবং পানীয় সামগ্রীর প্রভাবের কথা বিবেচনা করে সংসদীয় কমিটি জানিয়েছে, যে শাস্তির বিধান দেওয়া হয়েছে খসড়া আইনে, তা পর্যাপ্ত নয়।
advertisement
বর্তমান আইন অনুযায়ী, জাল খাদ্য অথবা পানীয় সামগ্রী বিক্রি করার অপরাধে ৬ মাস পর্যন্ত জেল অথবা ১,০০০ টাকা জরিমানা অথবা অপরাধ বিবেচনা করে দু’টোই হতে পারে। এই বিল আনার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। ডেরেক ও ব্রায়েনের বক্তব্য, যেখানে আইনের ৯০ শতাংশই পুরনো আইন থেকে তুলে বসানো, সেখানে এই নতুন করে আইন প্রণয়নের কী প্রয়োজনীয়তা ছিল? তাঁর লিখিত আপত্তিতে উল্লেখ, পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা হয়নি।
advertisement
advertisement
এ দিকে প্যারোলে থাকা বা সাময়িক মুক্তি পাওয়া বন্দিদের ওপর নজরদারি বাড়াতে রাজ্যগুলিকে একগুচ্ছ সুপারিশ পাঠাল কেন্দ্রীয় সরকার। প্যারোলে মুক্তি পাওয়া বন্দিদের ওপর নজরদারি চালাতে এবং তাদের গতিবিধি নজরে রাখতে বন্দিদের ওপর যন্ত্র বসানোর সুপারিশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 12:04 PM IST