#কেরল: সারা দেশে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের কবল থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তা এখনও প্রশ্নের মুখে। তবে সাহস করে এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে হবে। যেভাবে ভাইরাসের সঙ্গে লড়াই করে জিতে ফিরলেন কেরলের এক নার্স।
৩২ বছর বয়সী ওই নার্স কোভিড-১৯ পেশেন্টদের চিকিৎসায় নিযুক্ত ছিলেন। দুই জন বয়স্ক করোনা রোগীর সেবায় নিযুক্ত ছিলেন ওই নার্স। আর সেখান থেকেই তাঁর শরীরে হানা দেয় করোনা। তবে বুঝতে পেরেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
টেস্ট হতেই পজিটিভ ধরা পড়ে। এরপর ওই নার্সকে বাড়ি যেতে দেওয়া হয় না। হাসপাতালেই শুরু হয় চিকিৎসা। ২১ দিনের চিকিৎসা ও কোয়ারেন্টাইনের পর ওই নার্স সেরে ওঠে। এই কঠিন সময়ে তাঁর স্বামী তাঁকে মানসিক ভাবে সাহস দিতে থাকেন।
করোনা যুদ্ধে জয় লাভ করার পর নার্স আজ ফের তাঁর কাজে যোগ দিলেন। তিনি জানিয়েছেন, " যেদিন জানতে পেরেছিলাম করোনা পজিটিভ সেই দিনটা আমি কখনও ভুলবো না। তবে ভয় পাইনি। মানসিকভাবে লড়াই করার জন্য আমি তৈরি ছিলাম। আজ সুস্থ হয়ে কাজে যেতে পারার আনন্দটাই অন্য রকম।" বিশ্ব নার্স ডে-তে সকলের মুখে হাসি ফোটালেন কেরলের নার্স।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।