সময়ের চারদিন আগেই ২৮ মে কেরলে ঢুকবে বর্ষা, জানাল স্কাইমেট
Last Updated:
মৌসম ভবন আগেই জানিয়েছিল এ বার দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু দেশের মূল স্থলভাগে প্রবেশ করবে একেবারে নিয়ম মেনে ৷ সঠিক সময়ে শুরু হবে বর্ষা ৷ শুধু তাই নয়, যথাযথ পরিমাণেই বর্ষণ হবে এ বছর ৷
#নয়াদিল্লি: মৌসম ভবন আগেই জানিয়েছিল এ বার দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু দেশের মূল স্থলভাগে প্রবেশ করবে একেবারে নিয়ম মেনে ৷ সঠিক সময়ে শুরু হবে বর্ষা ৷ শুধু তাই নয়, যথাযথ পরিমাণেই বর্ষণ হবে এ বছর ৷
সেই মতো স্কাইমেট জানাল, নির্ধারিত সময়ের চার দিন আগেই কেরলে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু ৷ অর্থাৎ নির্ধারিত সময় মেনে চললে কেরলে মৌসুমীবায়ু প্রবেশ করে ১ জুন ৷ এ বছর সেখানে ২৮ মে মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়বে মৌমুমীবায়ু ৷ আন্দামান নিকোবরে বর্ষা ঢুকবে অবশ্য তার ৮ দিন আগেই ৷ অর্থাৎ ২০ মে বর্ষা আসবে দ্বীপপুঞ্জে ৷
advertisement
মৌমস ভবনের সহ-সভাপতি মহেশ পলাওয়াত জানান, ‘‘২৮ মে কেরলে বর্ষা ঢোকার কথা ৷ নির্ধারিত সময়ের চারদিন আগেই ঢুকবে বর্ষা ৷’’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2018 3:56 PM IST