#কেরল: গোটা দেশেই চলছে লক ডাউন । করোনা আতঙ্কে এখন গৃহবন্দী গোটা দেশই । আর সেই সুযোগেই যেন ডানা মেলতে চলেছে এই বসুন্ধরা । কবি লিখেছিলেন, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ গোটা দেশ যখন কাবু ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ভাইরাসের চোখ রাঙানিতে । বিশ্ব যখন নাভিঃশ্বাস তুলছে । তখন আপন খেয়ালে ফের নিজেকে একটু গুছিয়ে নি্চ্ছে প্রকৃতি । মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতি মা । নিস্তেজ হয়ে যাওয়া শহরে আজ বিনা চিন্তায় হেঁটে বেড়াচ্ছে হরিণ, নীলগাই, বাঘরোল, ভামের দল । পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে । এই কয়েকদিনেই দূষণ কমেছে উল্লেখযোগ্য হারে । আর সেই সঙ্গে বেড়েছে বন্যপ্রাণীদের বিচরণও । বহুদিন পর মানুষের অত্যাচার থেকে নিজেকে বাঁচিয়ে সযত্নে নিজের লালন করছে সে । লকডাউনে শুদ্ধ হয়ে যাওয়া বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে । কখনও ডলফিন, কখনও কচ্ছপ, কখনও বিরল ঈগলদের ফিরিয়ে আনছে ভালবেসে । বহু যুগ পর নিজের সন্তানদের উড়তে শেখাচ্ছে প্রকৃতি মা ।
অত্যাধুনিক মানুষকে যেন চোখে আঙুল দিয়ে প্রকৃতি দেখিয়ে দিচ্ছে সাজুগুজু করে সুন্দরী সাজতে জানে সেও । তাই তো পরিষ্কার ঝকঝকে আকাশে কখনও খেলে বেড়াচ্ছে রামধনু, কখনও টলটলে স্বচ্ছ জলে গা ভাসিয়েছে বোরেলি মাছ । তেমনই এবার কৃষ্ণচূড়ার রাঙা নেশায় টুকটুকে নতুন বৌ সাজল কেরলের পালাকাদ ডিভিশনের শোহরানপুর-নিলাম্বুর সেকশনের মেলাত্তর স্টেশন চত্বর । ঝরে পড়া ফুলের পাঁপড়িতে নেই মানুষের পায়ের দূর্দমনীয় ছাপ, নেই এঁটো চায়ের কাপ, নোংরা শালপাতার ছড়াছড়ি । তাই ওরা বড্ড সুখে রয়েছে । নিশ্চিন্তে পড়ে রয়েছে কোনও ভাবনাচিন্তা না করেই । লকডাউনে একাকী স্টেশন জুড়ে আজ শুধু ওদেরই রাজত্ব । ভারতীয় রেলমন্ত্রক শেয়ার করল এই অসাধারণ ছবি ।
Nature at its best!
The fragrance of flowers fill up the emptiness cast by #lockdown - Beautiful red blossoms replete the spaces touched by footfalls A mesmerizing scene at Melattur Station in the picturesque Shoranur - Nilambur section in Palakkad Division of Kerala pic.twitter.com/AuIlfVR6gy — Ministry of Railways (@RailMinIndia) May 19, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Flower petal, Kerala, Lockdown, Melattur Station