বিনা পয়সায় মিলবে যত খুশি খাবার ! গরীবের মুখে খাবার তুলে দিতেই ‌'হাঙ্গার হিরোস'-এর এই নতুন 'হ্যাপি ফ্রিজ'

Last Updated:
#অসম: হ্যাপি ফ্রিজ। ভাবছেন তো এটা আবার কোন কোম্পানির ফ্রিজ ! না এটা কোনও কোম্পানির নতুন লঞ্চ করা ফ্রিজ নয়। বরং এই ফ্রিজের আছে এক যাদু শক্তি ! কোনও ভগবান প্রদত্ত যাদু ক্ষমতা নয়। এ মানুষরূপী ভগবানদেরই করা এক অভিনব যাদু। যা নিমেষে অভুক্তর মুখে দুবেলা খাবার জোটাতে সক্ষম। হ্যাঁ আপনি ঠিকই পড়ছেন। এই ফ্রিজের সাহায্যে না খেতে পাওয়া মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া যাবে। কিন্তু কিভাবে তা সম্ভব? খুব সহজে। ধরুন আপনি রেস্তোরাঁতে গিয়ে খাবার অর্ডার করেছেন। কিন্তু আপনি কিছুটা খাবর পর দেখলেন আপনি বেশ খাবার আর খেতে পারবে না। অথচ আপনি সেই খাবারটা নোংরা করেননি। আপনি এই খাবারটা বাড়িও নিয়ে যাবেন না। ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। না ফেলবেন না। আপনার বেঁচে যাওয়া ভাল খাবার আপনি এই হ্যাপি ফ্রিজে রেখে দিন। বা আপনি চাইলে ফ্রেশ খাবার কিনেও এই হ্যাপি ফ্রিজে রাখতে পারেন। এবার যে মানুষটা দুবেলা ঠিক করে খেতে পায় না, বা তার খাবার জোগাড় করার সামর্থ্য নেই। সে এই ফ্রিজ খুলে নিজের পছন্দ মতো খাবার নিয়ে খেতে পারবে। এভাবেই অপুষ্টিতে ভোগা না খেতে পাওয়া মানুষরা একটু খাবার পাবেন। আর আপনিও খাবার নষ্ট না করে সেটাকে মানুষের কাজে লাগাতে পারবেন।
এই কাজটা যাঁরা করেছন তাঁরা হলেন অসমের 'হাঙ্গার হিরোস'। একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই হাঙ্গার হিরোরা এতদিন মানুষের বাড়তি খাবার পৌঁছে দিত অভুক্তদের কাছে। এবার তারাই এই অভিনব বুদ্ধি বার করেছে। তারা যেমন খাবার পৌঁছে দেন তেমন তো দেবেনই সঙ্গে এই ফ্রিজ থাকায় খুদার্থ মানুষরা বাড়তি সুবিধা পাবেন। এই ফ্রিজটি বসানো হয়েছে অসমের জোরহাটের কেন্দুগুড়িতে। এখানকার মানুষরা এই পদক্ষেপকে বাহবা জানিয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে এই 'হাঙ্গার হিরো'রা প্রথমে আটজনে মিলে কাজটা শুরু করেছিল। এখন সারা দেশে এদের ২০০ উপর স্বেচ্ছাসেবী কর্মী রয়েছে।
advertisement
দেখুন ভিডিও...
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিনা পয়সায় মিলবে যত খুশি খাবার ! গরীবের মুখে খাবার তুলে দিতেই ‌'হাঙ্গার হিরোস'-এর এই নতুন 'হ্যাপি ফ্রিজ'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement