#PulwamaAttack : দুপুরেই ফিরছে দুই বীরের কফিনবন্দি নিথর দেহ

Last Updated:
#নয়াদিল্লি: গত ১৫ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাস হামলায় দেশের ৪২ বার জওয়ান প্রাণ হারিয়েছেন ৷ সেই হামলায় কত মায়ের কোল শূন্য হয়েছে হাহাকারে, কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ৷ এই সন্ত্রাস হামলায় সারা দেসের মত বিহারের দুই বীরপুত্র শহিদ হয়েছেন ৷
আরও পড়ুন : #PulwamaAttack : দুপুরেই ফিরছে দুই বীরের কফিনবন্দি নিথর দেহ
advertisement
শহিদ হয়েছেন অজয় কুমার সিনহা ও রতন কুমার ঠাকুর এই দু'জনেই বিহারের বাসিন্দা ৷ এঁদের দুইজনের মরদেহই আজ দুপুরে তাঁদের মরদেহ আসবে বাড়িতে ৷
শহিদর রতন কুমার ঠাকুরের মৃত দেহ 6E-494 ও শহিদ সঞ্জয় কুমার সিনহার মরদেহ আসছে AI-409 ফ্লাইটে পটনায় আসছে দেহ অন্তত সংবাদ সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
#PulwamaAttack : দুপুরেই ফিরছে দুই বীরের কফিনবন্দি নিথর দেহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement