'এ দেশে একজন পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু বেশি গুরুত্বের'

Last Updated:

নাসিরুদ্দিন বলেন, 'যারা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে, তারা অবাধে ঘুরছে৷ আমরা সম্প্রতি দেখেছি, একটি পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে একটি গোরুর মৃত্যু বেশি গুরুত্বপূর্ণ৷'

#মুম্বই: বর্তমান ভারতের অবস্থা ও পরিস্থিতি দেখে তিনি তাঁর সন্তানদের নিয়ে ভীত৷ কোনও দিন হয়তো তাঁর সন্তানদের কয়েকজন হিংস্র মানুষ ঘিরে ধরে জিগ্গেস করবে, 'তুমি হিন্দ‌ু না মুসলিম?' বুলন্দশহরে পুলিশকর্মী হত্যা ও হিংসার ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷
আরও পড়ুন: বুলন্দশহরের ঘটনায় বিজেপি-র মদতেই খুনের অভিযোগ মমতার
দেশের সামাজিক পরিস্থিতিতে উদ্বিগ্ন নাসিরুদ্দিনের কথায়, 'আমার সন্তানদের কাছে কোনও উত্তর থাকবে না৷ কারণ, আমরা আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিইনি৷' ভারতীয় সমাজে একটা বিষ ছড়ানো হচ্ছে৷ তিনি বলেন, 'এই জিনকে বোতলে ফেরানো খুবই কঠিন হয়ে দাঁড়াবে৷' বুলন্দশহরের ঘটনার পরিপ্রেক্ষিতে নাসিরুদ্দিন বলেন, 'যারা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে, তারা অবাধে ঘুরছে৷ আমরা সম্প্রতি দেখেছি, একটি পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু বেশি গুরুত্বপূর্ণ৷'
advertisement
একটি ছোট ইউটিউব ভিডিয়োয় নাসিরুদ্দিন দেশের সামাজিক পরিস্থিতি নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি বলছেন, 'আমি ধর্মীয় শিক্ষা পেয়েছিলাম৷ কিন্ত‌ু রত্না (নাসিরুদ্দিনের স্ত্রী) কোনও ধর্মীয় শিক্ষা পায়নি৷ আমরা আমাদের সন্তানদেরও কোনও ধর্মীয় শিক্ষা দিইনি৷ একদল হিংস্র মানুষ যদি ওদের ঘিরে ধরে জিগ্গেস করে, তুমি হিন্দু না মুসলিম? ওদের কাছে কোনও উত্তর থাকবে না৷ কারণ, ওদের কোনও ধর্ম নেই৷ আমি ক্ষুব্ধ এবং আমি বিশ্বাস করি, সঠিক চিন্তা-ভাবনার যে কোনও মানুষই আমার মতোই ক্ষুব্ধ৷'
advertisement
advertisement
আরও ভিডিও: কী বললেন নাসিরুদ্দিন? শুনুন
বাংলা খবর/ খবর/দেশ/
'এ দেশে একজন পুলিশ অফিসারের মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু বেশি গুরুত্বের'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement