করোনা বিপর্যয় থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে দেশ ? একান্ত আলাপচারিতায় রাহুল গান্ধি ও রঘুরাম রাজন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন কী হচ্ছে ? আগামী দিনে কী হতে চলেছে ? এই নিয়েই আলোচনা রাহুল গান্ধি ও রঘুরাম রাজনের মধ্যে
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের ফলে সারা বিশ্বে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের একগুচ্ছ পরিকল্পনা ৷ ক্রমশ ধুঁকতে থাকা থাকা অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায় ৷ কীভাবে প্রান্তিক ও দুর্গতদের কাছে ত্রাণ পৌছনো যায় ? কী হতে চলেছে আগামী দিনের অর্থনৈতিক রূপরেখা ৷ একাধিক সরকারি ঘোষণা, অর্থনীতিকে চাঙ্গা করতে রিজার্ভ ব্যাঙ্কের দাওয়াই, অর্থমন্ত্রকের বেশ কয়েকটি পদক্ষেপ ৷
As #Covid_19 looms large, Shri Rahul Gandhi initiates a set of Dialogues for laying down the path. Pl watch Shri @RahulGandhi in conversation with Dr. Raghuram Rajan at 9 AM on 30th April, 2020 at @INCIndia & other Social Media handles of Congress. The curtain raiser pic.twitter.com/n36hGtzBV0
— Randeep Singh Surjewala (@rssurjewala) April 29, 2020
advertisement
advertisement
করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে ৷ শাসক থেকে বিরোধী সবারই একটাই লক্ষ্য করোনা মুক্ত ভারত, করোনা মুক্ত বিশ্ব ৷ কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ও রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের এক বিশেষ আলাপচারিতা ৷ আগামী দিনে করোনা পরবর্তী সময়ে দেশের কী অবস্থা হতে চলেছে ? করোনা ভাইরাসের ফলে যে পরিমাণ ক্ষতির মুখে পড়তে চলেছে ভারতীয় অর্থনীতি সেখান থেকে পরিত্রাণের পথই বা কী ? সকাল ঠিক ৯টায় ৷
advertisement
এই কথোপকথোনটি কংগ্রেসের সমস্ত সোশ্যাল হ্যান্ডেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও দেখানো হবে ৷ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা সেই আলাচারিতার বেশ কিছু বিশেষ অংশ ট্যুইট করে জানিয়েছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2020 12:22 AM IST