২৪ ঘণ্টার মধ্যে পরপর মৃত্যু বাবা-মায়ের, ২ ছেলেকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিল্লি সরকারের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের করোনা টেস্ট হয় । দু’জনের রিপোর্টই পজেটিভ আসে । দুই ছেলেকেও কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে । তাদেরও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।
#নয়াদিল্লি: ২৪ ঘণ্টার মধ্যে অনাথ হতে হল দুই কিশোরকে । এক দিনের মধ্যে পরপর মৃত্যু হল তাদের বাবা-মায়ের । চিকিৎসার গাফিলতিতে এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে ওই দুই কিশোর । এরপরেই দিল্লি সরকারের তরফে তাদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।
সূত্রের খবর, ওই দুই কিশোরের একজনের বয়স ১৭ অন্যজনের ২৩ । একজন কলা বিভাগে স্নাতক হয়েছে, অন্যজন দ্বাদশ শ্রেণীতে পড়ে । তাঁদের বাবা ছিলেন পেশায় চিকিৎসক । মা সরকারি স্কুলের শিক্ষিকা । বাবা উত্তর দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় প্র্যাকটিস করতেন । স্কুল বন্ধ থাকায় তাঁদের মা দিল্লির আদর্শ নগর মেট্রো স্টেশনের কাছে পরিযায়ী শ্রমিকদের ত্রাণ বিলি করার কাজ করছিলেন ।
advertisement
দুই কিশোরের অভিযোগ, তাদের বাবা-মা দু’জনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন । কিন্তু তাঁদের কোনও করোনা টেস্ট হয়নি । করোনার চিকিৎসাও হয়নি । সন্তানরা জানিয়েছে, গত ২২ এপ্রিল বমি আর শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে তারা মা’কে হাসপাতালে ভর্তি করে । ১ মে জিবি প্যান্ট হাসপাতাল তাঁকে ছেড়ে দেয় । বাড়িতে নিয়ে আসার পর ফের শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে নিয়ে যাওয়া হয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে । কিন্তু সেখানেও কোভিডের কোনও চিকিৎসা দেওয়া হয়নি । এরপরের দিনই ওই হাসপাতালে একই উপসর্গ নিয়ে ভর্তি হন তাদের বাবাও । সেদিনই মারা যান তিনি । আর পরের দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাদের মা ।
advertisement
advertisement
বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের করোনা টেস্ট হয় । দু’জনের রিপোর্টই পজেটিভ আসে । দুই ছেলেকেও কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে । তাদেরও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2020 8:26 PM IST