অটল বিহারী বাজপেয়ীর পার্থিব শরীরে মুখাগ্নি করলেন কন্যা নমিতা

Last Updated:

অটল বিহারী বাজপেয়ীর অবিবাহিত জীবনে বাৎসল্য রসের আগমন ঘটেছিল দত্তক কন্যা নমিতার হাত ধরে ৷ নমিতার পুরো নাম নমিতা ভট্টাচার্য

#নয়াদিল্লি: প্রয়াত অটল বিহারী বাজপেয়ী ৷ শুক্রবার রাজধানীর রাষ্ট্রীয় স্মৃতি স্থলে সম্পন্ন হল প্রাক্তন অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য ৷ বাজপেয়ীকে মুখাগ্নি করলেন কন্যা নমিতা ভট্টাচার্য ৷ শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতীয় রাজনীতির বিভিন্ন নেতারা ৷
অটল বিহারী বাজপেয়ীর অবিবাহিত জীবনে বাৎসল্য রসের আগমন ঘটেছিল দত্তক কন্যা নমিতার হাত ধরে ৷ নমিতার পুরো নাম নমিতা ভট্টাচার্য ৷ কলেজের বান্ধবী রাজকুমারী কউলের কন্যা নমিতাকে আঁকড়ে ধরেই অবিবাহিত হয়েও পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী ৷ রাজকুমারীর স্বামী ব্রিজ নারায়ণের মৃত্যুর পর নমিতাকে দত্তক নেন অটলজী ৷
advertisement
advertisement
আর পাঁচটা মেয়ে-বাবার সম্পর্কের থেকে আলাদা ছিল না নমিতা- অটলের সম্পর্ক ৷ একে অপরের চোখের মণি ছিলেন তাঁরা ৷ তাই নিজের সম্পর্কের কথাও বাবার থেকে লুকোননি নমিতা ৷ দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে পড়ার সময় নমিতার সঙ্গে পরিচয় অর্থনীতির স্নাতক রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ৷ বন্ধুত্বে ভালবাসার রঙ ধরতে বিশেষ সময় লাগেনি ৷ পিতা অটলের অনুমতিতেই বাঙালি বাবুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নমিতা ৷
advertisement
প্রসারিত হয় অটল বিহারী বাজপেয়ীর পরিবার ৷ নমিতার সঙ্গে অটলজির পরিবারে স্থান পায় জামাই রঞ্জন ভট্টাচার্যও ৷ বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বের একটা বড় সময় তাঁর সহকারী হিসেবে কাজ করেছেন তাঁর বাঙালি জামাই রঞ্জন ৷ ১৯৬৬ সালে অটল বিহারী বাজপেয়ির প্রচারের দায়িত্ব ছিল রঞ্জনের হাতেই ৷ কেন্দ্রীয় সরকারের বিশেষ অফিসার হিসেবে কাজ করেছেন তিনি ৷
advertisement
কিছু বছরের মধ্যেই অটলজির হৃদয়ে স্থান করে নেয় আরও এক কন্যা রত্ন নাতনি নীহারিকা ৷ জীবনের শেষ দিন পর্যন্ত ৬/এ কৃষ্ণ মেনন মার্গে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গী ছিলেন এই তিন জন ৷ পার্থিব শরীর পঞ্চভূতে মিলিয়ে যাওয়ার পরই অবিনশ্বর এই পিতা-পুত্রী সম্পর্ক ৷ একমাত্র উত্তরাধিকার হিসেবে নিয়ম মতো পিতার মুখাগ্নি করেন নমিতা ভট্টাচার্যই ৷ উল্লেখ্য, ২০১৪ সালে মারা যান নমিতার জন্মদাত্রী মা রাজকুমারী কউল ৷ ৪ বছর বাদে ফের অভিভাবকহীন হল নমিতা ভট্টাচার্য ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অটল বিহারী বাজপেয়ীর পার্থিব শরীরে মুখাগ্নি করলেন কন্যা নমিতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement