‘মওত কি উমর কেয়া হ্যায়, দো পল ভি নেহি’... চিরবিদায় অটল বিহারী বাজপেয়ী
Last Updated:
আজ শেষ যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। শুক্রবার সকাল ৯ টা নাগাদ বাজপেয়ীর দেহ তাঁর বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে দীনদয়াল উপাধ্যায় মার্গে, বিজেপির নতুন সদর দফতরে।
#নয়াদিল্লি: আজ শেষ যাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। শুক্রবার সকাল ৯ টা নাগাদ বাজপেয়ীর দেহ তাঁর বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে দীনদয়াল উপাধ্যায় মার্গে, বিজেপির নতুন সদর দফতরে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর, দুপুর দেড়টা নাগাদ আইটিও ক্রসিং ও দিল্লি গেট হয়ে দেহ নিয়ে যাওয়া হবে রাজঘাটে। রাজঘাট থেকে রাষ্ট্রীয় স্মৃতিস্থল। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়ানে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা রাজ্যের তরফেও। আজ সমস্ত সরকারি স্কুলে হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর দুটোর পর বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিসও। বাজপেয়ীর মৃত্যুতে একদিনের ছুটি ঘোষণা করেছে দিল্লি-সহ সাতটি রাজ্য।
Location :
First Published :
August 17, 2018 8:03 AM IST