'আরএসএস, বিজেপি গডসে লাভার্স, গড-কে নয়, বোঝা গেল,' ট্যুইটারে কটাক্ষ রাহুলের

Last Updated:

ট্যুইটারে রাহুল লিখেছেন, 'এ বার ভালো করেছি বুঝে গেছি৷ বিজেপি ও আরএসএস গড-কে লাভার নয়, গড-সে লাভার্স৷' কয়েক দিন ধরেই মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে নানাবিধ বিতর্ক চলছে৷ কমল হাসানকে দিয়ে সূত্রপাত৷

#নয়াদিল্লি: নাথুরাম গডসেকে নিয়ে যখন একের পর এক বিজেপি নেতা বেফাঁস মন্তব্য করে চলেছেন, তখন বিজেপি-র অস্বস্তি আরও বাড়াল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির একটি ট্যুইট৷ রসিকতায় ভরা কটাক্ষে রাহুলের ট্যুইট, 'বিজেপি ও আরএসএস গড-কে লাভার নয়, গড-সে লাভার৷'
advertisement
ট্যুইটারে রাহুল লিখেছেন, 'এ বার ভালো করেছি বুঝে গেছি৷ বিজেপি ও আরএসএস গড-কে লাভার নয়, গড-সে লাভার্স৷' কয়েক দিন ধরেই মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে নানাবিধ বিতর্ক চলছে৷ কমল হাসানকে দিয়ে সূত্রপাত৷
advertisement
কমল হাসান বলেন, মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী৷ এবং তিনি হিন্দু৷ মাক্কাল নিধি মায়াম রাজনৈতিক দলের প্রধান ও অভিনেতা কমল হাসানের মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়৷ এরপরই বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা নাথুরাম গডসেকে 'দেশপ্রেমী' বলেন৷ এর পর কের পর এক বিজেপি নেতা গডসের সমর্তনে নানা মন্তব্য শুরু করে দেন৷
advertisement
ইতিমধ্যেই প্রজ্ঞা-সহ ৩ বিজেপি নেতা-নেত্রীকে নোটিশ পাঠিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্রকে সাসপেন্ডও করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
'আরএসএস, বিজেপি গডসে লাভার্স, গড-কে নয়, বোঝা গেল,' ট্যুইটারে কটাক্ষ রাহুলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement