বায়ুসেনা টার্গেটকে আক্রমণ করে, মৃত্যু গোনে না, ওটা সরকারের কাজ: বায়ুসেনা প্রধান
Last Updated:
সোমবার বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিএস ধানোয়া৷ অনেকেই বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে নানা সন্দেহ প্রকাশ করছেন৷ সেই প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল বলেন, 'আঘাত এলে প্রত্যাঘাত হবে৷
#কোয়েম্বাটুর: বালাকোটে ভারতের এয়ারস্ট্রাইকে কত জন জঙ্গি মারা গিয়েছে, সেই প্রশ্ন তুলে যখন বিরোধীরা খোঁচা দিচ্ছে মোদি সরকারকে, তখন মৃতের সংখ্যা নিয়ে ভারতীয় বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া বললেন, 'জঙ্গলে বোমা ফেলতে যায়নি বায়ুসেনা৷ নির্দিষ্ট লক্ষ্যেই আঘাত করা হয়েছে৷ নিহতের সংখ্যা গোনা বায়ুসেনার কাজ নয়৷ সরকারের কাজ৷'
সোমবার বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিএস ধানোয়া৷ অনেকেই বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে নানা সন্দেহ প্রকাশ করছেন৷ সেই প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল বলেন, 'আঘাত এলে প্রত্যাঘাত হবে৷ মিগ ২১ অত্যাধুনিক যুদ্ধবিমান৷ এয়ারস্ট্রাইক না হলে পাল্টা হামলা কেন করল পাকিস্তান? বালাকোট হামলার সব প্রমাণ রয়েছে৷ সরকার চাইলেই প্রকাশ্যে আনা হবে৷'
প্রসঙ্গত, সোমবারই কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তোলেন, ৩০০ জঙ্গি মারা গিয়েছে, কে গুনেছে৷ কংগ্রেস ছাড়াও কেন্দ্রের দাবিতে প্রশ্ন তুলেছে অন্যান্য বিরোধীরাও৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2019 1:21 PM IST