২৮ নভেম্বরের পর থেকেই শুরু প্রাথমিক টেট-র অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং একটি পরিচয়পত্র নিয়েই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। কোনওরকম মোবাইল, ফোন, ইয়ারফোন, ক্যামেরা, ঘড়ি, হ্যান্ডব্যাগ নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢোকা যাবে নাশুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং একটি পরিচয়পত্র নিয়েই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। কোনওরকম মোবাইল, ফোন, ইয়ারফোন, ক্যামেরা, ঘড়ি, হ্যান্ডব্যাগ নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢোকা যাবে না
#কলকাতা: আর মাত্র দুদিন। আগামী ২৮ নভেম্বরের পর থেকেই শুরু হবে টেট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
advertisement
পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, দু'ঘণ্টা আগেই যেন তাঁরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান। কারণ, এবারের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা। যেখানে প্রত্যেক পরীক্ষার্থীরই বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। এছাড়াও, পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকছে মেটাল ডিটেক্টর। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য দেওয়া হবে অতিরিক্ত ৫০ মিনিট সময়।
advertisement
শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং একটি পরিচয়পত্র নিয়েই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। কোনওরকম মোবাইল, ফোন, ইয়ারফোন, ক্যামেরা, ঘড়ি, হ্যান্ডব্যাগ নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢোকা যাবে না। নির্দিষ্ট সময়ের পরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছলেও ঢুকতে দেওয়ার অনুমতি মিলবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের বাইরে যেতে পারবেন না কোনও পরীক্ষার্থী। পরীক্ষা শেষে প্রশ্নপত্রের একটি কপি দিয়ে তাঁরা বাড়ি নিয়ে যেতে পারবেন। অ্যাডমিট কার্ডে এই সমস্ত নির্দেশই উল্লেখ করা থাকবে বলেই পর্ষদ সূত্রে খবর।
advertisement
বৃহস্পতিবার মুখ্যসচিব জেলাশাসক পুলিশ সুপারদের নিয়ে হওয়া বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষা নিয়ে কোনও রকম সমস্যা হলে তার দায় বর্তাবে জেলাশাসকদের উপরেই। এসডিও ও জেলাশাসকদের অফিসে নির্দিষ্ট কন্ট্রোল রুম চালু হবে। যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা নিয়ে যে কোনও অভিযোগ জানাতে পারবেন। এর জন্য বৃহস্পতিবারের বৈঠকে বিশেষ নির্দেশ ও দিয়েছেন মুখ্যসচিব।
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রত্যেকটি জেলার জেলাশাসক ও এসডিও অফিসের কন্ট্রোল রুমের নম্বর আলাদা করে প্রচার করা হবে বলেও বৃহস্পতিবারের বৈঠকে জানানো হয়েছিল। পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির পাশাপাশি ইতিমধ্যেই ১৬ দফা গাইডলাইন ও বিভিন্ন জেলাকে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2022 2:34 PM IST